AIS Transmitting component
Transmitting and receiving system via satellite.
Transmitting and receiving system via satellite.
AIS (Automatic identification system) এমন একটি ইকুইপমেন্ট যা দিয়ে সমুদ্রে চলমান বা জেটিতে অবস্থিত যে কোন জাহাজের অবস্থান বা পজিশন/ গতি/দিক এবং জাহাজের সমস্ত বিবরন জানা যায়। জাহাজটি কোন বন্দর ছেড়ে এসেছে , কোন বন্দরে যাচ্ছে সে কত ডিগ্রি কোর্সে কত গতিতে চলছে সব কিছুই দেখা যায় এমনকি আপনি ঘরে বসে প্রশান্ত মহা সাগর দিয়ে আমেরিকা বা জাপানের পথে চলমান জাহাজের অবস্থা দেখতে পাবেন আপনার হাতের মোবাইল ফোনে।
জাহাজটি কোন বন্দর থেকে লোড নিয়ে ফেয়ারওয়ে বয়া অতিক্রম করে তার সকল বিবরন এবং সে কোন বন্দরে যাচ্ছে, সে আনুমানিক কবে পৌঁছাবে সেই সব তথ্য দিয়ে দিলে তা সরাসরি স্যাটালাইটের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে দেয়। Marine tracker বা এমন আরও অনেক app আছে যা আপনার মোবাইলে ইনস্টল করে জাহাজের অবস্থান ছবি সহ দেখতে পারেন। আশে পাশের সকল জাহাজ বা স্থল স্টেশন থেকেও জাহাজের IMO নাম্বার বা নাম দিয়ে সার্চ করলেই পাবেন।
আজ এই পর্যন্তই, আগামীতে কী নিয়ে বলব?
অজানা দিক গুলোন উঠেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
প্রায় সমস্তটা জীবন সাগরে কাটিয়ে এসে আপনাদের জন্য এই সামান্য আয়োজন করতে পেরে মনে হচ্ছে সব কিছু দেখা স্বার্থক হচ্ছে। আসলে Mariner's life এ জাহাজ এবং জকাহাজ চলাচল সম্পর্কে অনেক কিছু জানার আছে কিন্তু সব হয়তো দিতে পারব না।
ধন্যবাদ দিদি।
* শুভ কামনা সবসময়…
কাইফা হালুকা?
আনা খায়ের, আলহামদুলিল্লাহ!
কঠিন সব বিষয় জনাব।
আরে সাহেব কঠিনের দেখছেন কী? অহনওতো অটো পাইলট এবং Gyro (ইলেক্ট্রনিক) কম্পাস আসেনি। অপেক্ষা করেন জনাব।