নেভিগেশন ইকুইপমেন্ট-Chart Plotter


Electronic Chart Plotter


Chart of Approaching to Mongla Port


Manual Chart work (Table) in a vessel

এই chart plotter দিয়ে সাগরে চলাকালিন আপনি যে এলাকায় চলছেন সেই এলাকা চিনিয়ে দিলে সে নিজেই মাপ-জোক করে আপনার নিখুত অবস্থান দেখিয়ে দিতে পারে এবং আপনার চলা পথ দেখিয়ে দিবে অর্থা আপনি যে পথ পেরিয়ে এসেছেন সেই পথ। অক্ষাংশ-দ্রাঘিমাংশ/ বিগত এক ঘন্টায় কতটা দুরত্ব অতিক্রম করলেন ইত্যাদি প্রয়োজনীয় তথ্য আপনাকে জানিয়ে দিবে। পরে এই তথ্য দেখে বা আপনার চার্ট টেবিলে রাখা চার্টের সাথে মিলিয়ে দেখে নিবেন ইনি সত্যি বলছে নাকি বেঠিক বলছে।
এগুলি অতিশয় শিক্ষিত যন্ত্র তাই না? তাই বলে এরা যতই শিক্ষিত হোকনা কেন আপনাকে কিতু সাথে সাথে কাগজে বা চার্টে সমান তালে কাজ করে যেতে হবে।
ধন্যবাদ!
এর পরে আসছে VHF.

10 thoughts on “নেভিগেশন ইকুইপমেন্ট-Chart Plotter

  1. আসলেই তাই। অতিশয় শিক্ষিত যন্ত্র বটে।

    আজব সব যন্ত্রের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সাগর ভ্রমণে দেখার সুযোগ হয়েছিলো একবার। নাইস শেয়ারিং।

  3. দেখা হয় নাই চক্ষু মেলিয়া। প্রযুক্তির কল্যাণে কিছু পাই অনেক পাই না।

মন্তব্য প্রধান বন্ধ আছে।