বিরহী

আকাশ কেন ছেয়ে গেল মেঘে
চাঁদ কেন হারাল ওই দূর বনে
কোন বিরহী কাঁদে এমন দিনে একা নির্জনে।

সহসা প্রশ্ন জাগে তাকে দেখেছি কি আগে
নিশীথে কেন গোপন মনে তারি ছবি জাগে
খুঁজে ফিরি মিছে তাকে কুয়াশা ঢাকা মনো বনে।

চৈতী দুপুরে তরুলতার বনে
ঝোপের ধারে জলায় ফোটা কচুরি ফুল
তুলিতেছিল সে আঁচল ভরে একা আনমনে
ছল ছল আঁখি দুটি ছিল ব্যাকুল।

বুঝি না সে এখনও রয়েছে
বনের মাঝে নাকি মনের মাঝে
ক্ষণে ক্ষণে ছায়া ভাসে অশ্রু ভেজা সাঁঝে
হৃদয়ের গভীরে লুকানো আঁখি তারে খুঁজে
স্মৃতির বাতায়নে।

10 thoughts on “বিরহী

  1. "ক্ষণে ক্ষণে ছায়া ভাসে অশ্রু ভেজা সাঁঝে
    হৃদয়ের গভীরে লুকানো আঁখি তারে খুঁজে
    স্মৃতির বাতায়নে।" ___ অসামান্য লিখা প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. * কবি বন্ধু, পড়েছি কিন্তু মন্তব্যদানে বিলম্ব অত্যধিক কর্ম ব্যস্ততা। অনেক সুন্দর কবিতা নিঃসন্দেহে… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. হৃদয়ের গভীরে লুকানো আঁখি তারে খুঁজে
    স্মৃতির বাতায়নে।

    শেষ ভালো তো সবই ভালো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।