স্বপ্নের সোপান

ভুল করে তুমি এই পথে এসে
মনকে দুষছ কালো
গহীন গহন গুহার বাইরে
ওই দেখা যায় আলো,

স্বপ্ন ওখানে সাজানো গুছানো
ফেরিওয়ালার বেশে
মুক্তির পথে আছে দিশা কত
দিগন্ত ভালোবেসে।

ছেড়ে দিতে পারি পাথরের গড়া
ভাঙা মন্দির খেলা
ওখানেই আছে স্বপ্নের সোপান
শুধু মানুষের মেলা।

আবার বসেছে সূর্যের কিরণে
স্বপ্ন রাঙানো শ্লোগান
উঁচুতে ওঠা মানুষের কল্যাণ
হয়ে যায় আগুয়ান।

রোজ ফেরি করে নবীন সকাল
মুঠো মুঠো রঙ্গোলি
আলোর ফুলকি কিশলয় হয়ে
ফোটায় মনের কলি।

3 thoughts on “স্বপ্নের সোপান

  1. ছেড়ে দিতে পারি পাথরের গড়া
    ভাঙা মন্দির খেলা
    ওখানেই আছে স্বপ্নের সোপান
    শুধু মানুষের মেলা।

    অঅসাধারণ! লেখকের জন্য শুভকামনা।

  2. কবিতায় অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি মি. বেরা। শুভ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।