তোমাকে জানতে চেয়েছি
পৌষের হিমেল বাতাসে
চৈতী খর দহনে
বৈশাখী ঝড় জলে
আর শরতের সুনীল আকাশে।
পৌষের হিমেল বাতাসে
চৈতী খর দহনে
বৈশাখী ঝড় জলে
আর শরতের সুনীল আকাশে।
তোমাকে দেখতে চেয়েছি
জ্যোৎস্না রাতে ধবল চাঁদের পাশে
কাজল মেঘের গহনে
অবাক বিস্ময় বিহ্বলে
পাপড়ি ছড়ানো পথের দেশে।
স্বপনের সুদূরে সোনালী নদী
ওপাড়ে বয়ে চলে ঝিলিমিলি শান্তি
মরু প্রান্তরে, কাটে অমানিশা!
পথ ভোলা পথিকের পথের দিশা
প্রতীক্ষার জ্বলন্ত অগ্নিগিরি নিয়ে বুকে
বসে আছি, দেখব শিশির স্নাত তোমাকে।
আপনার লেখা কবিতা পড়ে সেইসময়ের কথাই মনে পড়ে যায় শ্রদ্ধেয় দাদা।
আপনার জন্য শুভকামনা রইল।
আপনার জন্যেও শুভকামনা দাদা।
পথ ভোলা পথিকের পথের দিশা
প্রতীক্ষার জ্বলন্ত অগ্নিগিরি নিয়ে বুকে
বসে আছি, দেখব শিশির স্নাত তোমাকে।
কবে তার দেখা পাই কইয়া দেননা!
স্যার, গাবতলির হাটে পাওয়া যায়না?
বাহ দারুন লাগল কবি,,,,,,,,
ধন্যবাদ কবি ভাই।
কবির বাসনা পূরণ হোক,,,অনেক ভালো লাগলো,,,
ধন্যবাদ।

মুগ্ধ হলাম খালিদ দা।
অনেক ভাল লাগল দিদিভাই।

আমার লিখার মতো অতো ঘোরপ্যাঁচ নাই, একদম সরল মনের লিখা খালিদ ভাই। শুভেচ্ছা জানবেন।
সহজ ভাবেই লিখার চেষ্টা করি কবি দাদা।

প্রতীক্ষার জ্বলন্ত অগ্নিগিরি নিয়ে বুকে
বসে আছি, দেখব শিশির স্নাত তোমাকে।
* বেশ কিছুক্ষণ মুগ্ধভাবে তাকিয়ে রইলাম লিখাটির দিকে, অসাধারণ …