গুহামানব

ঘোর অমনিশায়
আমার সব কুয়াশা লাগে —
ধোঁয়া ধোঁয়া রাতে
তুমি কার সাথে কথা বলো !!
সমুদ্র দূর হাজার মাইল
অথচ তোমার মুঠোফোনে বার্তা আসে
আজনবী এক বাহিনীর
তাদের ঘর নাই
বাড়ি নাই
ধু ধু মরুর কালা ঝড় –

তোমাকে নিশানা করেছে কালাশানিকভ
তুমি ফিরে এসো গুহামানব – —

15 thoughts on “গুহামানব

  1. কবিতা পড়লাম আপা। লিখায় চমৎকার পরিমিতি বোধ লক্ষ্য করলাম। শুভ সকাল।

    1. ধন্যবাদ মুরুব্বী । শুভ বিকেল এখানে । ভালো থাকবেন । 

      1. আপনিও ভালো থাকবেন আপা। আপনার পুরোনো কিছু লিখা শব্দনীড় আর্কাইভে রয়েছে। আপনার কোন প্ল্যান থাকলে মেইলে জানাবেন। ধন্যবাদ এবং শুভরাত্রি। :)

    1. ধন্যবাদ খালিদ ভাই । কম কথা কওন ভালো আর কি !! 

      ভালো থাকবেন । 

  2. ভালো লাগার এক কবিতা। পাঠে মুগ্ধ হয়ে গেলাম।

    লেখককে ধন্যবাদ। 

  3. তোমাকে নিশানা করেছে কালাশানিকভ
    তুমি ফিরে এসো গুহামানব – —

     

    * অনেক সুন্দর কবিতা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।