ঝিল্লী ডাকা জোনাক জ্বলা নিশি রাতে
জোছনা চাদর গায়ে পৃথিবী ঘুমায়,
শিশির কণা মুক্তা হয়ে ঝরে মেঠো পথে
তমাল তরু শুধু ঘুম পারানি গান গায়।
জোছনা চাদর গায়ে পৃথিবী ঘুমায়,
শিশির কণা মুক্তা হয়ে ঝরে মেঠো পথে
তমাল তরু শুধু ঘুম পারানি গান গায়।
দূর আকাশের তারাগুলি মিটিমিটি হাসে
সুরেলা বাঁশরি এলোমেলো বাতাসে ভাসে।
সুদূর নীহারিকা চেয়ে দেখে সুপ্ত মশাল জ্বেলে
কাজল কলঙ্কে নিশীথিনী মনের ছবি আঁকায়।
শিশির বিছানো আঁচলে হেমন্ত গায় নিশি রাগিণী
নিঝুম স্বপনে মগ্ন মোহনীয় মধু যামিনী।
তিমির কুহেলিকা বসে থাকে বসন্তের পথ চেয়ে
নীরবে কে যেন মনে সুর ঝড়িয়ে শিহরণ জাগায়।।
দারুণ চিত্রকল্প খালিদ ভাই। মুগ্ধ হয়েছি !
মুগ্ধতায় মুগ্ধ জনাব ডেজার্ট ভাই। তা আজকের ডেজার্ট কী? আমার পছন্দ ফ্রুট কাস্টার্ড। দেরি না কইরা তারাতারি পাঠাইয়া দেন নাইলে…………………………………………।
তিমির কুহেলিকা বসে থাকে বসন্তের পথ চেয়ে
নীরবে কে যেন মনে সুর ঝড়িয়ে শিহরণ জাগায়। ___ অসাধারণ প্রিয় বন্ধু।
অসাধারন ভালবাসা বন্ধু!

আপনার পোস্টে এলে মনটা ভাল হয়ে যায়। শুভেচ্ছা নিন খালিদ দা।
মন ভাল হলেতো ভাল কথা, একথা জেনে আমার মনও ভাল হয়। লিখতে প্রেরপ্না পাই যদিও আজকাল আর আমি গান বা কবিতা লিখতে পারছিনা। শুভেচ্ছা।

দারুণ দারুণ এবং দারুণ খালিদ ভাই।
দারুন এবং অনেক অনেক শারদীয় শুভেচ্ছা দাদা! আমার জন্য নারকেল নাড়ু যেন থাকে!
শিশির বিছানো আঁচলে হেমন্ত গায় নিশি রাগিণী
নিঝুম স্বপনে মগ্ন মোহনীয় মধু যামিনী।
* অনেক সুন্দর চিত্রকল্প প্রিয় কবি…
ধন্যবাদ প্রিয় বন্ধু।