নতুন কিম্বা প্রাক্তন শিল্পবাসী
আমি রাজি ছিলাম
বেদনার এক গল্পের ভেতর মানবিক গান শুনবার।
নিভৃতচারী হাড়ের ভেতর
কোমল কালি-জল
পূজা মেশানো নতুন কিম্বা প্রাক্তন কিছুর;
শস্যবৃহৎ দিগন্তে কাল-মহাকাল
তীব্র সম আঁচড়পাচড় মোকাবিলার আচ্ছন্নে,
ব্যাকরণ অন্ধকারের বুকডান খুঁড়ে
কোরাকর ঋতুরা উন্মুখের আবহসঙ্গীত
ঘন্টার পর ঘন্টা যেখানে রোজবাসি গান গায়।
তাঁর সিঁড়িতে জয়তু সিম্পনি
কেবলি ভূগোলের বৃত্তে রত্নময়ী শিল্পরাই!
আপনার কবিতার চমৎকার একটি ট্রেইন্ড আপনিই তৈরী করেছেন। পড়লে বোঝা যায়।
অভিনন্দন কবি মি. টিপু সুলতান। শুভ সকাল। 
শুভ সকাল স্যার।প্রীতিময় শুভেচ্ছা
আপনার কবিতার একান্ত ভক্ত হয়ে পড়েছি কবি দা।
শুভেচ্ছা এবং ধন্যবাদ দিভাই
হৃদয়গ্রাহী লিখা সুলতান ভাই।
ভালবাসা প্রিয় দাদা