আমার এ গান ছড়িয়ে দিও
তোমারই সুরে পাখির কণ্ঠে
কোন এক বসন্ত মেলায়।
তোমারই সুরে পাখির কণ্ঠে
কোন এক বসন্ত মেলায়।
আমার আশায় পথ চেয়ে থেকো
আঁচল উড়িয়ে শরতের শান্ত সকালে
সাদা মেঘের ছায়ায়।
হৃদয় সাগরে ভাসিও
তোমার প্রেমের তরী
আকাশে যদি ওড়ে
হংস বলাকা সারি।
আমার ছবি এঁকো
আপন মনে জানালায় বসে
শীতের সোনালি বিকেলে
কোন পড়ন্ত বেলায়।
উপস্থিত।
চমৎকার গীতিকাব্য প্রিয় বন্ধু। শুভ সকাল। 
বিলম্বিত শুভসকাল বন্ধু। ভাল থাকুন, ভাল রাখুন।
সুন্দর হয়েছে খালিদ ভাই। গুড মর্ণিং।
লেট গুড মর্নিং স্যার। হাউ ডু ইউ ডু?
সুন্দর কাব্য। কন্ঠ ভালো না, তাই গুনগুন করে গাইতে শুরু করলাম দাদা।
গুন গুন করুন জনাব। জি বাংলায় চান্স পাইলে জানাইবেন দয়া করে।
আমার ছবি এঁকো
আপন মনে জানালায় বসে
শীতের সোনালি বিকেলে
কোন পড়ন্ত বেলায়।
* মুগ্ধ…


মুগ্ধতায় বিমুগ্ধ বন্ধু।
সুন্দর এই গীতিকাব্যে কি সুরারোপিত হয়েছিল খালিদ দা ?
সুরকারের অভাবে সুর হয়নি দিদিভাই। সম্ভব হলে নিজে করতে পারেন পূর্ণ স্বাধীনতা দেয়া হলো।
