পরনারী

পরনারী

ঋতুর আবর্তনে সবুজ পাতাদের দল
পৃথিবীর মৃত্তিকাকে ছুঁয়ে যাবে বলে
কেমন করুণ মৃত্যু বেছে নিয়েছে!
অতঃপর ঝরাপাতা!

বাতাসের ভেতরের প্রাণ কিংবা
সূর্যের অপরাজেয় শৌর্যকে উপেক্ষা করে;
শক্তিমান ডালপালার ঘরে
সহোদরের সাথে;
বৈশাখের ঝড়ের রাত্রি কেটেছে বহুদিন।
তবুও সেইসব মুহূর্তকে ভুলে
কেবলই পাতার টান মৃত্তিকারই সাথে,
কেবলই ভালোবাসা পাতার মৃত্তিকারই সাথে।
অপেক্ষা কেবলই ঋতুর আবর্তনের;
অতঃপর মৃত্তিকার বুকে নির্বাণ—মাটির গন্ধের ভেতরে শেষে!

তুমিও কি তাই, পরনারী?
ঝরাপাতার মতন!
অষ্টাদশী যৌবনের গাঢ় আকাঙ্ক্ষা জিইয়ে রেখে
কেবলই অপেক্ষা—ঋতুর আবর্তনের।
আমিও তো বুকের ভেতরে হৃদয় পুষে রয়েছি,
রন্ধ্রের ভেতর থেকে ভেতরে তুমি নির্বাণ নিবে বলে।

মৃধা মোহাম্মাদ বেলাল সম্পর্কে

মৃধা মোহাম্মাদ বেলাল তরুণ লেখক ও কবি। জন্ম ১৯৯৬ সালে ৫ই জুন, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর গ্রামে। পিতা- ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল খালেক মৃধা, মাতা- গৃহিণী হোসনেয়ারা বেগম। চার ভাই-বোনের মধ্যে তিনিই জ্যেষ্ঠ। লেখালেখির অভ্যাস নবম শ্রেণি থেকে। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখে যাচ্ছেন কবিতা, কলাম ও ফিচার। তার লেখায় ফুটে উঠেছে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা, সমকালীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, নাগরিক অধিকারের বহু মাত্রিক দিক এবং প্রেম-বিরহ-প্রণয়। বর্তমানে তিনি বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

5 thoughts on “পরনারী

  1. কবিতার লিখনী বেশ সুন্দর। আর্ট আছে। শুভ কামনা।

  2. * বেশ সুন্দর পরিপাটি একটি কবিতা পড়লাম… 

    ধন্যবাদ কবি। 

  3. আমিও তো বুকের ভেতরে হৃদয় পুষে রয়েছি,
    রন্ধ্রের ভেতর থেকে ভেতরে তুমি নির্বাণ নিবে বলে।

    এই জায়গাটি বেশী ভাল হয়েছে কবি দা। অনেক অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।