পরনারী
ঋতুর আবর্তনে সবুজ পাতাদের দল
পৃথিবীর মৃত্তিকাকে ছুঁয়ে যাবে বলে
কেমন করুণ মৃত্যু বেছে নিয়েছে!
অতঃপর ঝরাপাতা!
বাতাসের ভেতরের প্রাণ কিংবা
সূর্যের অপরাজেয় শৌর্যকে উপেক্ষা করে;
শক্তিমান ডালপালার ঘরে
সহোদরের সাথে;
বৈশাখের ঝড়ের রাত্রি কেটেছে বহুদিন।
তবুও সেইসব মুহূর্তকে ভুলে
কেবলই পাতার টান মৃত্তিকারই সাথে,
কেবলই ভালোবাসা পাতার মৃত্তিকারই সাথে।
অপেক্ষা কেবলই ঋতুর আবর্তনের;
অতঃপর মৃত্তিকার বুকে নির্বাণ—মাটির গন্ধের ভেতরে শেষে!
তুমিও কি তাই, পরনারী?
ঝরাপাতার মতন!
অষ্টাদশী যৌবনের গাঢ় আকাঙ্ক্ষা জিইয়ে রেখে
কেবলই অপেক্ষা—ঋতুর আবর্তনের।
আমিও তো বুকের ভেতরে হৃদয় পুষে রয়েছি,
রন্ধ্রের ভেতর থেকে ভেতরে তুমি নির্বাণ নিবে বলে।
অসাধারণ একটি কবিতা। অসাধারণ।
মুগ্ধ হলাম কবি মৃধা মহ. বেলাল ভাই।
কবিতার লিখনী বেশ সুন্দর। আর্ট আছে। শুভ কামনা।
* বেশ সুন্দর পরিপাটি একটি কবিতা পড়লাম…
ধন্যবাদ কবি।
আমিও তো বুকের ভেতরে হৃদয় পুষে রয়েছি,
রন্ধ্রের ভেতর থেকে ভেতরে তুমি নির্বাণ নিবে বলে।
এই জায়গাটি বেশী ভাল হয়েছে কবি দা। অনেক অভিনন্দন।