দিগন্তে মেলে ডানা কোথাও আজ হারিয়ে যেতে নেই মানা।
ভাইয়ার সাথে একটু আড্ডা হচ্ছে।
আজ ৩০/১০/২০১৮ আমার শাহানশাহ জনাব মোহাম্মদ রিজভান রিহান সাহেবের জন্মদিন। আমার সকল বন্ধুদের কাছে তার জন্য দোয়া ও শুভকামনা আশা করছি।
ধন্যবাদ সবাইকে এবং আমাকেও।
দিগন্তে মেলে ডানা কোথাও আজ হারিয়ে যেতে নেই মানা।
ভাইয়ার সাথে একটু আড্ডা হচ্ছে।
আজ ৩০/১০/২০১৮ আমার শাহানশাহ জনাব মোহাম্মদ রিজভান রিহান সাহেবের জন্মদিন। আমার সকল বন্ধুদের কাছে তার জন্য দোয়া ও শুভকামনা আশা করছি।
ধন্যবাদ সবাইকে এবং আমাকেও।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শাহানশাহ জনাব মোহাম্মদ রিজভান রিহান সাহেবের জন্মদিন। যুগ যুগ জিও বেটা।
ধন্যবাদ এবং অনেক শুভকামনা। রিহান।

রিহান সাহেব আপনাকে জন্মদিনের চকোলেট শুভেচ্ছা। ধন্যবাদ খালিদ ভাই। ছবিতে আপনাকে দারুণ লাগছে।

চকলেট আমার বেশ পছন্দের, ধন্যবাদ দাদা। রিহান।

শাহানশাহ জনাব মোহাম্মদ রিজভান রিহানকে জন্মদিনের শুভেচ্ছা!
তার দীর্ঘায়ু কামনা করছি !
শুভেচ্ছার সাথে একটু ডেজার্ট পাঠালেই হবে ভাইয়া। রিহান।

শানে শাহানশাহ জনাব মোহাম্মদ রিজভান রিহান সাহেবের জন্মদিনে আমার শুভেচ্ছা।
কেক ডেলিভারি দিতে সময় লাগায় পোস্টে আসতে এতো দেরী হলো। 
আহাহা ভাইয়া! আবার কেক এর কী দরকার ছিল, শুভেচ্ছাইতো যথেষ্ঠ। রিহান।

শুভ কামনা ও আশির্বাদ সবসময়…


ধন্যবাদ দিলওয়ার ভাই, ভাল থাকবেন। রিহান।
আদরের ভাইয়ার সাথে আমরাও আড্ডায় মিলিত হতে চাই। তা পারব কি? অতঃপর ভাইয়ার জন্য শুভকামনা সারাক্ষণ। দীর্ঘজীবী হোক। বেঁচে থাকুক লক্ষ বছর।
বাহ! কি আনন্দের কথা, আসুন আড্ডা দিতে আমার খুব ভাল লাগে সবাই মিলে আড্ডা দেই! রিহান।
