আমাদের শাহানশাহ এর জন্মদিন


দিগন্তে মেলে ডানা কোথাও আজ হারিয়ে যেতে নেই মানা।


ভাইয়ার সাথে একটু আড্ডা হচ্ছে।

আজ ৩০/১০/২০১৮ আমার শাহানশাহ জনাব মোহাম্মদ রিজভান রিহান সাহেবের জন্মদিন। আমার সকল বন্ধুদের কাছে তার জন্য দোয়া ও শুভকামনা আশা করছি।
ধন্যবাদ সবাইকে এবং আমাকেও।

13 thoughts on “আমাদের শাহানশাহ এর জন্মদিন

  1. শাহানশাহ জনাব মোহাম্মদ রিজভান রিহান সাহেবের জন্মদিন। যুগ যুগ জিও বেটা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. রিহান সাহেব আপনাকে জন্মদিনের চকোলেট শুভেচ্ছা। ধন্যবাদ খালিদ ভাই। ছবিতে আপনাকে দারুণ লাগছে। kiss kiss 

  3. শাহানশাহ জনাব মোহাম্মদ রিজভান রিহানকে জন্মদিনের শুভেচ্ছা!

    তার দীর্ঘায়ু কামনা করছি !

  4. শানে শাহানশাহ জনাব মোহাম্মদ রিজভান রিহান সাহেবের জন্মদিনে আমার শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif কেক ডেলিভারি দিতে সময় লাগায় পোস্টে আসতে এতো দেরী হলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

  5. আদরের ভাইয়ার সাথে আমরাও আড্ডায় মিলিত হতে চাই। তা পারব কি? অতঃপর ভাইয়ার জন্য শুভকামনা সারাক্ষণ। দীর্ঘজীবী হোক। বেঁচে থাকুক লক্ষ বছর।

মন্তব্য প্রধান বন্ধ আছে।