দেশ আটকে গেছে
যানবাহনের চাকার পিষে,
মানুষ না গরু ছাগল
মনবিকতায় টের পাবি কবে।
দেশ আটকে গেছে
যানবাহনের চাকার পিষে,
ভন্ড যত মাতাল তত অর্থ ধান্দায় রাজনিতী
আদালতের রায়কেও তারা দেখাচ্ছে বৃদ্ধাঙ্গলী।
দেশ আটকে গেছে
যানবাহনের চাকার পিষে,
অন্ধ আমি নেতা খেতা,বোবা আমি ওমুক কর্তা
পুলিশী তান্ডবে রক্তে লাল কেবলি কিশোর যুদ্ধা।
দেশ আটকে গেছে
যানবাহনের চাকার পিষে;
রাষ্ট্র হাসে অট্ট্রো হাসিতে।
এইতো আমার সোনার বাংলা
আমি কাঙ্গাল মরি তোমায়,
ভাল বাসিতে বাসিতে।
অসহায় মানুষের আর্তনাদ কবে পৌঁছুবে রাজনায়কের কর্ণ কুহরে ঈশ্বর জানেন।
ধন্যবাদ প্রিয়
দেশ আটকে গেছে
যানবাহনের চাকার পিষে,
মানুষ না গরু ছাগল
মানবিকতায় টের পাবি কবে !!
বধির আমাদের বঙ্গ দেশে এই আর্তনাদ শোনার কারু সময় নেই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন বড়।
রাষ্ট্র হাসে অট্টহাসিতে। জন মানুষের সুখে যদি রাষ্ট্র হাসে আপত্তি নাই; বঞ্চনায় নয়।
সহমত দিদি।ধন্যবাদ।
শ্রদ্ধেয় মনির (মমি) দাদা, আমরাতো জনতন্ত্র গনতন্ত্রের শিকলে পা বেঁধে ফেলেছি। তা থেকে মুক্তি পাব কবে? সহসা মনে হয় হিচ্ছি না। একটু সময়ের প্রয়োজন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল শ্রদ্ধেয় দাদা।
আর কত সময় দিবো দাদা কবরতো এলো বুঝি।ধন্যবাদ।