রাধা শুনছ!
শুনছি, কি বলবে বল-
আজ যে বসন্ত এসেছে!
কী যে বল কৃষ্ণ, তা কি আর আমি জানি না ভেবেছ সখা?
কি করে জানলে সখী?
কেন? আমার মনে রঙ ধরেছে, তোমাকে দেখতে ভাল লাগছে, কত সুন্দর করে তুমি সেজেছ, টকটকে লালে লালে একাকার হচ্ছে তোমার রূপ তাইতো শুধু তোমাকে বুকে চেপে ধরতে ইচ্ছে হচ্ছে আর চেয়ে দেখ আমার কলিগুলিও ফুটতে শুরু করেছে, আশে পাশে চেয়ে দেখ ওই যে শিমুল পলাশ ওরাও কেমন ফুটি ফুটি ভাব ধরেছে। মনে হচ্ছে এখনই ফুটবে। গাছে গাছে কেমন নতুন পাতা উকি দিচ্ছে, নতুন আলোর বাহার দেখতে চাইছে।
ঠিক বলেছ রাধা, পঞ্জিকার হিসাবে আজকে বসন্তের শুরু হলো। সবাই এখনও ফুটে ওঠেনি কিন্তু সবার মনে রঙ লেগেছে দেখবে কয়েক দিনের মধ্যেই রূপে রঙ্গে গন্ধে ভরিয়ে দেবে এই ধরনী। এরই নাম বসন্ত। একটা গান করনা সখী!
গান শুনবে? তাহলে শোন-
দুরন্ত ওই পলাশ বনে কোকিলের ডাকে
এলো বসন্ত এলো আজ মৌ বনে।।
আকাশে গোধূলি রঙের মেলা
তুমি আর আমি শুধু বলব কথা
কানে কানে বাঁশরীর গানে গানে।।
সুরে সুরে মন হবে মধুময়
আখির স্বপনে দুজনা হব যে তন্ময়
এ সময় কেন থাক দূরে দূরে
এসো না কাছে এই মধু ক্ষণে।।
কাঠ ফাটা এই রোদ্দুরে বসন্ত আসেনি কিন্তু কেন যেন হঠাত করেই মনে এলো তাই লিখে ফেললাম, দয়া করে কেও পাগল ভাববেন না প্লিজ!
বসন্ত আমার প্রিয় ঋতু। গীতিকাব্যটি পড়লাম। আপনার আনন্দে আমিও ভাগীদার হলাম প্রিয় বন্ধু। সময় ভালো কাটুক।
ভালোই তো লিখেছেন খালিদ ভাই। সালাম।
বসন্ত যে এলো আজ মধু ফাল্গুনে। আসতে দিন খালিদ দা। খাতির করুন।
সুন্দর গীতিকাব্য।
রাধা, পঞ্জিকার হিসাবে আজকে বসন্তের শুরু হলো। সবাই এখনও ফুটে ওঠেনি কিন্তু সবার মনে রঙ লেগেছে দেখবে কয়েক দিনের মধ্যেই রূপে রঙ্গে গন্ধে ভরিয়ে দেবে এই ধরনী। এরই নাম বসন্ত। একটা গান করনা সখী!
গান শুনবে? তাহলে শোন-
শোনা হলো না খালিদ ভাই। পড়া হলো।