=============================
জীবনটা
ভরে গেছে এক অদূরভবিষ্যৎ সেলফীতে-
বর্তমানটা
হারিয়ে গেছে অতীতের মেঘলা মেঘ সর
তবুও জীবন
গণ্ডিসহ চলছে রঙিন কিংবা কৃষ্ণচূড়া রাঙা
বাসর ঘর
কাঁচা বাঁশে খাঁচামাটির কেমনে হয় দোসর
অতঃপর
জীবন বালুচর বাতিঘরে ঘাসফড়িং সেলফী।
০২ আষাঢ় ১৪২৬, ১৬ জুন ১৯
————————————–
অতঃপর জীবন বালুচর বাতিঘরে ঘাসফড়িং সেলফী।
প্রতীকী কবিতায় শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার।
আপনার পোস্ট প্রকাশের সময়েই আমি দেখেছি এবং পড়েছি কবি আলমগীর ভাই।
পোস্ট ফেলে চলে গেলে পাঠকও কমে যায় কবি। প্রয়োজনে সপ্তাহে একটি পোস্ট দিন, কিন্তু যেদিন দেবেন পাঠক বা ব্লগারের পোস্ট পড়ে আপনার মতামতও রাখবেন। আমি তো ব্লগিং বলতে এমনটাই বুঝি। ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা প্রিয় কবিবাবু।
সুন্দর কবি আলমগীর সরকার ভাই।
অভিনন্দন কবি আলমগীর ভাই।
বাহ্ সুন্দর লিখেছেন ,,,ভালো লাগলো কবি,,,