আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা’আলার অশেষ রহমত এবং মেহেরবানিতে হটাত করে আমার ছোট রাজকন্যা তাসমিনা খালিদ এশার গায়ে হলুদ এবং বিয়ে গতকাল ১৪ই জুন শুক্রবারে অত্যন্ত সুন্দর ভাবে সুসম্পন্ন হয়ে গেল। সময়ের স্বল্পতার জন্য কাওকে জানাতে পারিনি বলে সবার নিকট ক্ষমা প্রার্থী। আশা করছি আত্মীয় স্বজন, বন্ধু মহল এবং সকল শুভাকাঙ্ক্ষী তাদের জন্য দোয়া করবেন।
নিচে আমার ও রাজকন্যার এবং তার গায়ে হলুদের ছবি, বিয়ের ছবি এখনও এডিট করা হয়নি বলে দিতে পারলামনা।
আলহামদুলিল্লাহ! সুসংবাদ। আশীর্বাদ করি যে তার দাম্পত্য জীবন সুখের হয়। আমীন।
আমীন!
ধন্যবাদ বন্ধু।
খুব খুশি হলাম খালিদ ভাই। পরম করুণাময় আল্লাহতাআলা তাদের সুখি করুন।
আমীন!


খুশির খবর পেলাম খালিদ দা। বর কনে কে আশীর্বাদ করি।
ফুফুর (পিসি) দেয়া আশীর্বাদ না পৌছে দিয়ে কি পারি? আপনাদের আশীর্বাদই যে ওদের পাথেয়।
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!
ধন্যবাদ দাদা, চাচার আশীর্বাদ অবশ্যই পৌছে দেব।
ভালো লাগলো জেনে। দাওয়াত পাঠাবেন।
নেমতন্ন পাঠাব ইনশাল্লাহ। দোয়া করবেন।
খুশি হৈলাম ভাইজান।
ধন্যবাদ সাঈদ ভাই দোয়া করবেন ওদের জন্য।
অনেক শুভ কামনা জানাই
ধন্যবাদ আলমগীর।
