আলহামদুলিলাহ!

আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা’আলার অশেষ রহমত এবং মেহেরবানিতে হটাত করে আমার ছোট রাজকন্যা তাসমিনা খালিদ এশার গায়ে হলুদ এবং বিয়ে গতকাল ১৪ই জুন শুক্রবারে অত্যন্ত সুন্দর ভাবে সুসম্পন্ন হয়ে গেল। সময়ের স্বল্পতার জন্য কাওকে জানাতে পারিনি বলে সবার নিকট ক্ষমা প্রার্থী। আশা করছি আত্মীয় স্বজন, বন্ধু মহল এবং সকল শুভাকাঙ্ক্ষী তাদের জন্য দোয়া করবেন।

নিচে আমার ও রাজকন্যার এবং তার গায়ে হলুদের ছবি, বিয়ের ছবি এখনও এডিট করা হয়নি বলে দিতে পারলামনা।

14 thoughts on “আলহামদুলিলাহ!

  1. আলহামদুলিল্লাহ! সুসংবাদ। আশীর্বাদ করি যে তার দাম্পত্য জীবন সুখের হয়। আমীন। :)

  2. খুব খুশি হলাম খালিদ ভাই। পরম করুণাময় আল্লাহতাআলা তাদের সুখি করুন। 

  3. খুশির খবর পেলাম খালিদ দা। বর কনে কে আশীর্বাদ করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. ভালো লাগলো জেনে। দাওয়াত পাঠাবেন। :)

  6. অনেক শুভ কামনা জানাই https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।