দুপুরের রোদে কপোতীরা উড়ে যায়
শরতের শেষে দূরের ওই নীলিমায়।
বসে বসে দেখি তাই একা বাতায়নে
কোন বাঁধা মানে না দুই নয়নে।
শরতের শেষে দূরের ওই নীলিমায়।
বসে বসে দেখি তাই একা বাতায়নে
কোন বাঁধা মানে না দুই নয়নে।
দেখি সুন্দর কত এই নীল আকাশ
পাখা মেলেছে যেন মৃদুমন্দ বাতাস।
ফুটে আছে কাশফুল লাগে শিহরণ
ছোট ছোট মৌমাছি তোলে গুঞ্জরন।
এলোমেলো মেঘগুলি উড়ে যায় দূরে
নেমে আসে ঘুম রাখালি বাঁশির সুরে।
বেশ রোমানির্টক দাদা
শরতের শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু।
আনন্দের সহিত শুভেচ্ছা গৃহিত হইল প্রিয় বন্ধু।

প্রীতিজনক ও স্নিগ্ধোজ্জ্বল লেখনী
ধন্যবাদ প্রিয় বন্ধু।

শরতের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
আপনার শুভেচ্ছা পাইয়া অতিশয় পুলকিত হইলাম সুপ্রিয়।

