মৃতরা কথা বলে
বিদেহী কণ্ঠস্বর নিরন্তর শীৎকারে
কেউ শুনেনা, কেউ জানেনা সেই ভাষা
অসীম হিম সমগ্র মৃত্যুপুরীতে
অথচ মৃতরা নির্ভীক, নির্বোধ, অবিরাম হেঁটে চলে
নিঃস্ব নিষ্পাপ বিদেহী আত্মার দোলাচলে-
মৃতরা নিজেদের অমৃত মনে করে
অমৃতইতো
জগতের গণ্ডি পেরিয়ে মহা জগতের নিঃসীম জীবন
সত্যের উপর মহা সত্য সেই জগত
অসীম সুখ দুঃখের মহা-লঙ্কা
মৃতরা সব দেখে সব বুঝে; সন্দেহ নয় আশংকা নয়
মৃত্যুর পর যা হয় তাই পার্থিব জীবনের পরীক্ষা।
অসীম সুখ দুঃখের মহা-লঙ্কা
মৃতরা সব দেখে সব বুঝে; সন্দেহ নয় আশংকা নয়
মৃত্যুর পর যা হয় তাই পার্থিব জীবনের পরীক্ষা।