বাংলাদেশ – নয়

। আমার মন ভেসে যায়রে।

দূরে আরো বহুদূরে
আমার মন ভেসে যায়রে।।
যেথায় আকাশ মিশে নদীর সনে
বৈঠা হাতে মাঝি ভাটিয়ালি গায়রে,
যেথায় ফড়িঙ নাচে বনে বনে
মৌমাছিরা ফুলের মধু খায়রে,
আমার মন ভেসে যায়রে।
দূরে আরো বহুদূরে
আমার মন ভেসে যায়রে।।

যেথায় বাতাস নাচে সরষে ক্ষেতে
বটের ছায়ায় রাখাল বাঁশি বাজায়রে,
যেথায় গৃহস্থ-বউ উড়ায় ধান আঙিনাতে
সজনে পাতা ঝিরিঝিরি ভেসে বেড়ায়রে,
আমার মন ভেসে যায়রে।
দূরে আরো বহুদূরে
আমার মন ভেসে যায়রে।।

যেথায় কোকিল ডাকে কুহুতানে
বাবুই বুনে কী দারুণ বাসারে,
যেথায় বাউল ঘুরে পথের টানে
একতারায় আজো লালন বাজায়রে,
আমার মন ভেসে যায়রে।
দূরে আরো বহুদূরে
আমার মন ভেসে যায়রে।।

যেথায় ঘুঘু ডাকে ভর দুপুরে
শ্যাওলা জলে হংসমিথুন ভাসেরে,
যেথায় শালিখ খেলে উঠোন জুড়ে
ডালিম গাছে বুলবুলিরা নাচেরে,
আমার মন ভেসে যায়রে।
দূরে আরো বহুদূরে
আমার মন ভেসে যায়রে।।

/ ড. মোঃ সফিউদ্দীন

10 thoughts on “বাংলাদেশ – নয়

  1. চমৎকার গীতিকবিতা প্রিয় কবি মি. সফিউদ্দীন । আশা করবো ভালো আছেন। একটি বিষয় বিনয়ের সাথে জানতে চাচ্ছি, সেটি হলো শব্দনীড় আপনার কাছে কেমন লাগছে বা লাগে। আপনার ব্যক্তিগত কোন পরামর্শ থাকলে জানাবেন।

    প্রয়োজনে সরাসরি পোস্ট দিয়ে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ। :) 

  2. যেথায় ফড়িঙ নাচে বনে বনে
    মৌমাছিরা ফুলের মধু খায়রে,
    আমার মন ভেসে যায়রে।
    দূরে আরো বহুদূরে
    আমার মন ভেসে যায়রে।

    সুন্দর একটি গীতিকবিতা। শুভেচ্ছা জানবেন কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. অসম্ভব সুন্দর এক ছন্দ লেখা প্রিয় কবি সফি ভাই। আদাব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।