মানুষ চোখের দেখাতেও ধোঁকায় পড়ে

ফেব্রুয়ারী ৩,২০১৯
মানুষ চোখ দিয়ে দেখে বেশিরভাগ কাজ করে- কিন্তু সেই দেখায় অনেক ক্ষেত্রে অসফল হয়;

মানুষকে দেখা উচিৎ মনের চোখে; তৃতীয় নয়ন বলে একটি কথা আছে। যে মানুষ এই তৃতীয় নয়নকে যথাযথ ভাবে ব্যবহার করতে পেরেছিল সে কখনও অসফল হয়নি।

তাইতো, দেখবার জন্য চোখের প্রয়োজন হলেও মনের চোখের প্রয়োজন অত্যন্ত জরুরী।

মনের চোখে যখন কিছু দেখতে যাবেন, খুঁজতে যাবেন, তখন সেখানে বিবেচিত হয় বিবেকের ব্যবহার। যা সভ্যতায় ফিরিয়ে আসার জন্য একমাত্র মানুষেরই প্রয়োজন।

সেটা যদি না হয় তবে জগৎ রসাতলে যাবে আর মানুষ যাবে অধপতনের দিকে।

3 thoughts on “মানুষ চোখের দেখাতেও ধোঁকায় পড়ে

  1. দেখবার জন্য চোখের প্রয়োজন হলেও মনের চোখের প্রয়োজন অত্যন্ত জরুরী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. জীবনের অনন্য দর্শন সমূহ দারুণ আলোকপাত করেছেন শামীম ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।