এ জগত সমুদ্রের সৈকতে
অস্তিত্বের প্রকাশ যেন চমকাতে চমকাতে;
অন্তরে স্বপ্ন জাগে সন্তর্পণে
ভরে উঠে জীবন অলংকারে, গানে গানে।
হাজারো বন্ধন বাঁধনে জড়ায়
লাগে কই মুহূর্ত সময়ে সবই হারিয়ে যায়;
শত বিচিত্র বৈচিত্র্যে ধাবমান
আয়োজন প্রচেষ্ঠা হৈহুল্লোড় শেষে প্রস্থান।
মাথায় বিশাল মুক্ত আকাশ
শেষে আনকা দুর্বিপাক, পতন, দীর্ঘশ্বাস;
গগনের পেট চিড়ে বজ্রাঘাত
বৃক্ষ উঁচু উঁচু, খিলখিল হাসি দৈবাৎ কাত।
হৃদয় বুকে যত শত আঁকিবুঁকি
প্রেমপত্র স্বপ্ন ছবি সবই যেন তবে ফাঁকি।
ডুবে বিকেলে সোনার লাল বল
বাহুবল ঔদ্ধত্য গর্ব সবই ছিল নিছক ছল।
বেড়ে উঠলে মায়ের কোলে পিঠে
আবারও আটকা চিরতরে বদ্ধ প্রকোষ্ঠে।
যতই পথ অতিক্রান্ত, দূর বহুদূর
হতেই হবে বন্দী, যেথা আঁধার ঘন ঘোর।
কবিতায় ছন্দের খেলা বিদ্যমান থাকলে আমার ভীষণ ভালো লাগে।
আজকের লিখাটিও অসাধারণ হয়েছে প্রিয় কবি মি. সাইদুর রহমান। ধন্যবাদ।
এক সময় আপনার লেখা প্রায় নিয়মিত পড়তে পারতাম। এখন পাই না।
আপনার কবিতার প্রতি অনেক অনেক ভাললাগা জানালাম কবি দা।
ভীষণ সুন্দর হয়েছে কবিতাটি কবি সাইদুর ভাই। সালাম।
আরও নিয়মিত ভাবে আপনার লিখা পড়তে চাই। এটাই দাবী।
ভালো মানের কবিতা। আপনার লিখা আগেও পড়েছি আমি।
অনেক সুন্দর।