জীবনের জন্য পঙ্ক্তিমালা – বাইশ

।। নদীর জলে আমি বাঁচি ।।

নদীর জলে আমি বাঁচি,
নদীর জলেই তোমায় যাচি;
যেথায় কাঁদি-যেথায় থাকি,
যায় না দেয়া তারে ফাঁকি;
সে যে সদা আমায় টানে
জল তরঙ্গের দাদরা তানেঃ
ও বংশী, ও আমার নদীরে,
আছিস তুই আমার গানে;
ও বংশী, ও আমার নদীরে,
আছিস তুই আমার প্রাণে।

নদীর জলে কান্না হাসি,
নদীর জলেই ভালোবাসাবাসি;
যত দূরে যেখানেই যাই,
চোখ বুজলেই তারে পাই;
সে যে সদা আমায় টানে
জল তরঙ্গের দাদরা তানেঃ
ও বংশী, ও আমার নদীরে,
আছিস তুই আমার কবিতায়;
ও বংশী, ও আমার নদীরে,
আছিস তুই আমার ভাবনায়।

নদীর জলে স্বপ্ন দেখি,
নদীর জলেই পদ্য লেখি;
দূঃখ শোকের যত যন্ত্রণা
তারই বুকে আঁকে আল্পনা;
সে যে সদা আমায় টানে
জল তরঙ্গের দাদরা তানেঃ
ও বংশী, ও আমার নদীরে,
আছিস তুই আমার বন্দনায়;
ও বংশী, ও আমার নদীরে,
আছিস তুই আমার কল্পনায়।

4 thoughts on “জীবনের জন্য পঙ্ক্তিমালা – বাইশ

  1. কবিতাটি পড়লাম। অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা মি. সফি উদ্দীন। ভালো থাকবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।