।। নদীর জলে আমি বাঁচি ।।
নদীর জলে আমি বাঁচি,
নদীর জলেই তোমায় যাচি;
যেথায় কাঁদি-যেথায় থাকি,
যায় না দেয়া তারে ফাঁকি;
সে যে সদা আমায় টানে
জল তরঙ্গের দাদরা তানেঃ
ও বংশী, ও আমার নদীরে,
আছিস তুই আমার গানে;
ও বংশী, ও আমার নদীরে,
আছিস তুই আমার প্রাণে।
নদীর জলে কান্না হাসি,
নদীর জলেই ভালোবাসাবাসি;
যত দূরে যেখানেই যাই,
চোখ বুজলেই তারে পাই;
সে যে সদা আমায় টানে
জল তরঙ্গের দাদরা তানেঃ
ও বংশী, ও আমার নদীরে,
আছিস তুই আমার কবিতায়;
ও বংশী, ও আমার নদীরে,
আছিস তুই আমার ভাবনায়।
নদীর জলে স্বপ্ন দেখি,
নদীর জলেই পদ্য লেখি;
দূঃখ শোকের যত যন্ত্রণা
তারই বুকে আঁকে আল্পনা;
সে যে সদা আমায় টানে
জল তরঙ্গের দাদরা তানেঃ
ও বংশী, ও আমার নদীরে,
আছিস তুই আমার বন্দনায়;
ও বংশী, ও আমার নদীরে,
আছিস তুই আমার কল্পনায়।
কবিতাটি পড়লাম। অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা মি. সফি উদ্দীন। ভালো থাকবেন।
Thank you. Stay safe.
অপরিসীম ভালো লাগলো।
Thanks a lot.