শুধু একটিই এইনা পৃথ্বী
যেথা আছে মুক্ত আকাশ,
মধু মাখা সোনার স্মৃতি
নিত্য রহে প্রশান্তি শ্বাস।
চারিদিকে বন-বনানী
উঁচু উঁচু পর্বত গিরি,
পশু-পাখির কানাকানি
বয় সমীরণ ঝিরিঝিরি।
আমরা যেন করি যতন
না ফেলি কেউ বর্জ কভু,
রহে সদা ছবির মতন
যেমন দিলেন মহা প্রভু।
মিলেমিশে সবাই থাকি
অহমিকা কভূ নহে,
স্বচ্ছ মনে স্বপ্ন আঁকি
না করি গো কখনো রণ।
শুধু একটিই তো এ ধরা
পেলাম আরো উর্বর মাটি,
দৃষ্টি নন্দন, আকুল করা
হোক বসবাস ফাটাফাটি।
প্রীতি থাকুক সকল প্রাণে
সকল মুখে ফুটুক হাসি,
প্রকৃতি থাক সুবাস ঘ্রাণে
শান্তি ঝরুক রাশি রাশি।
স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+৪
পরিবেশ দিবস Sunday, June 05, 2022
মিলেমিশে সবাই থাকি
অহমিকা কভূ নহে,
স্বচ্ছ মনে স্বপ্ন আঁকি
না করি গো কখনো রণ।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন নিরন্তর।
সুন্দর
অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় কবি। ভালো থাকুন সতত।
বেশ ছন্দময় কবি দা