আমাকে ছুঁইও না
অতীতে পৃথিবীর মানচিত্র
আক্রান্ত হয়েছিলো
সামান্য একটা সীমান্ত ঘেঁষে।
এখন পুরোপুরি পৃথিবীর গোলার্ধ আক্রমণ করেছে বিনাশী নাশ…এতে
কোনোকিছুই বাদ পড়েনি।
পুরো ভৌগোলিকবাসী
ভাইরাসের আক্রমণে আক্রান্ত
এখানে কেউই নিরাপদে নেই।
বড়ো ইচ্ছে ছিলো
তোমার নরম উষ্ণবুকের সাথে
বুক মিশায়ে নির্মল বাতাসের
উন্মুক্ত শ্বাস নিতে।
পারলাম না
পৃথিবীর মতো আমিও
ভীষণ শ্বাসকষ্টে ভুগছি
তাই একান্ত ইচ্ছেটাও
রুদ্ধ হয়ে গেছে।
সামাজিক দূরত্বে
থাকতে থাকতে নিঃসঙ্গতায়
বড়োই একাকী হয়েছি।
জীবনের এই বিষন্নতায়
আমাকে ছুঁইও না
আমাকে ছুঁইও না…
4 thoughts on “আমাকে ছুঁইও না”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
খুবই ভালো লিখেছেন ।
ধন্যবাদ প্রিয় ফয়জুল মাহী ভাই
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম কবি মোহাম্মদ আয়নাল হক। সুন্দর প্রয়াশ।
অজস্র ধন্যবাদ প্রিয় মুরুব্বী