বালিকা

চাঁদের ঝলকানো পূর্ণিমার আলো
যেন তোমার ঠোঁটের কিনারে
জোৎসনাঝরা তারার মতো
জ্বলে উঠে মুক্তোর মত দন্তযুগল।
বিষন্নতা বেমালুম বেমানান
নিজেকে লুকিয়ে কান্না করে
অন্যর সামনে সুখ বিলাসিতা,
তোমার অসম্ভব গুণাবলি
চাঁদবদনটাকে রুপময় করে।
বালিকার রুপলাবণ্যতাকে বর্ণনা
বেমালুম বেমানান,
এ যেন প্রকৃতি প্রদত্ত
হালকা গড়নে দেহখানি
ছিপছিপে নরম কোমল হস্থযুগল
লাউয়ের ডগার মত-
বালিকার কালো ভ্রুযুগল
ঠোঁটের কিনারে পড়া টোল
রুপ লাবণ্যতাকে বাড়িয়ে তুলে
এ যেন প্রকৃতি প্রদত্ত।
নুপুরের ঝংকারে বালিকার
বাতাসে দোলা অঙ্গখানি
প্রকৃতির মাঝে নিজেকে লুকোয়
বালিকার কোমল হৃদয়খানি
মায়ামমতায় পূর্ণতার দৃষ্টান্ত,
বালিকা তুমি অনন্যা
তুমি প্রকৃতি প্রদত্ত।

4 thoughts on “বালিকা

  1. সুন্দর কবিতা উপহার কবি আবু রায়হান। আপনার জন্য একরাশ শুভমিতি।

    মন্তব্য করেছেন : ৩
    নিজের পোস্টে : ৩
    অন্যের পোস্টে : ০

    সামাজিক ব্লগিং হচ্ছে পাঠকের সাথে সেতুবন্ধন তৈরী করা। মন্তব্য এবং প্রতিমন্তব্যে ব্লগিং হোক আনন্দের। শুভ ব্লগিং। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।