দিগন্ত মিশেছে যেথায়

দিগন্ত মিশেছে যেথায়

সখি সাথে বন পথে গোধূলি বেলায়
কলসি কাঁখে নদীর ঘাটে অলস অবেলায়।
ছায়ায় ঘেরা অস্ত রাগে
জলকে চলে অনুরাগে।

কাঁকনের নিক্কনে হাসির গুঞ্জরণে
কামিনি কুঞ্জ ছড়িয়ে শিহরণে।
ফুল বেনুনিতে চঞ্চলা কিশোরী
বাসন্তী শাড়িতে মায়াবী ষোড়শী।

ছায়া পড়ে হরিন নয়নে
বাঁধা পড়ে মায়ার কাননে।
বাঁশীর সুরে রাখাল ছেলে
উদাস করা সুর তোলে।

চকিতে তার মনের কথা,
সুরের লয়ে মালা গাঁথে।
ছড়িয়ে দিয়ে বিথীকা তরঙ্গে
বিকশিত করে প্রাণ তরঙ্গে।

দিগন্ত মিশেছে রবিতে নদীতে
চাতক চাতকী ফিরেছে নীড়েতে।
গোধূলি লগ্নে সোনালী আবীরে
গড়ে তোলে মন্দির মনের মিনারে।

4 thoughts on “দিগন্ত মিশেছে যেথায়

  1. দিগন্ত মিশেছে রবিতে নদীতে
    চাতক চাতকী ফিরেছে নীড়েতে।
    গোধূলি লগ্নে সোনালী আবীরে
    গড়ে তোলে মন্দির মনের মিনারে।

    ___ লিখাটিকে যথেষ্ঠ আবেগ আকুলতা নিয়ে লিখেছেন মনে হলো। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কাঁকনের নিক্কনে হাসির গুঞ্জরণে
    কামিনি কুঞ্জ ছড়িয়ে শিহরণে।
    ফুল বেনুনিতে চঞ্চলা কিশোরী
    বাসন্তী শাড়িতে মায়াবী ষোড়শী।

    *যথার্থ উপমায় অনুভুতির যথাযথ প্রকাশ ভালো লাগায় ভরিয়ে দিলো মন !

  3. মনে হয় এর আগেও পড়েছি! অনক সুন্দর… শুভেচ্ছা জানবেন কবি।

  4. দিগন্ত মিশেছে রবিতে নদীতে
    চাতক চাতকী ফিরেছে নীড়েতে।
    গোধূলি লগ্নে সোনালী আবীরে
    গড়ে তোলে মন্দির মনের মিনারে।

    ** ছন্দের বাঁধন ভালো লেগেছে…
    ভালো থাকুন কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।