শব্দের খেলা

সময় ফুরালে পথিকও ফেরে বাড়ি
একলা সে পথখানি নয়নে মাখে বারি,
বালিকাবধূ সন্ধ্যে হলে জ্বালে দীপ
আধাঁর বরণ করে দূরের কোন দ্বীপ।

চৈত্রে মরা নদী বুকে মহাশোক
তবুও কোকিলের ঠোঁটে নামে বাসন্তী সুখ,
গোধূলি বিদায় নিলে পাখি খুঁজে নীড়
সাথীহীন ডাহুকের চোখে জমে নীর।

শৈশব হারিয়েছি,হয়েছে স্বপ্ন চুরি
মনে পরে মেয়েবেলা লাল ফিতে-লাল চুড়ি,
বনে বনে খুঁজেছি পাখিদের বাসা
শ্রাবণেতে হাটুজলে ভেলা নিয়ে ভাসা।

4 thoughts on “শব্দের খেলা

  1. মনে হয় পড়েছি এর আগে!
    সুন্দর কবিতায় শুভেচ্ছা কবিকে।।

  2. লিখাটি রিপোস্ট হিসেবে পুনরায় পড়লাম। অভিনন্দন আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. গোধূলি বিদায় নিলে পাখি খুঁজে নীড়
    সাথীহীন ডাহুকের চোখে জমে নীর।

    ** https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. ভালো লাগলো ভীষণ । দ্বিরুক্তি ধ্বনির ব্যবহার কবিতাকে ভিন্ন মাত্রা দিয়েছে ।
    শুভ কামনা কবি !

মন্তব্য প্রধান বন্ধ আছে।