সখি সাথে বন পথে গোধুলী বেলায়।
কলসি কাঁখে নদীর ঘাটে অলস অবেলায়।
ছায়ায় ঘেরা অস্ত রাগে।
জলকে চলে অনুরােগ।
কাঁকনের নিক্কনে হাসির গুঞ্জরণে।
কামিনি কুঞ্জে ছড়িয়ে শিহরনে।
ফুল বেনুনিতে চঞ্চলা কিশোরী।
বাসন্তী শাড়ীতে মায়াবী ষোড়শী।
ছায়া পড়ে হরিণ নয়নে।
বাঁধা পড়ে মায়ার কাননে।
বাঁশীর সুরে রাখাল ছেলে,
উদাস করা সুর তোলে।
চকিতে তার মনের কথা ,
সুরের লয়ে মালা গাঁথে।
ছড়িয়ে দিয়ে বিথীকা তরঙ্গে।
বিকশিত করে প্রাণ তরঙ্গে।
দিগন্ত মিশেছে রবিতে নদীতে।
চাতক চাতকী ফিরেছে নীড়েতে।
গোধুলী লগ্নে সোনালী আবীরে।
গড়ে তোলে মন্দির মনের মিনারে।
13 thoughts on “দিগন্ত মিশেছে যেথায়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
“সখি সাথে বন পথে গোধুলী বেলায়।
কলসি কাঁখে নদীর ঘাটে অলস অবেলায়।
ছায়ায় ঘেরা অস্ত রাগে।
জলকে চলে অনুরাগে।“
সুন্দর কবিতা। শুভেচ্ছা নিন কবি।
অনেক শুভেচ্ছা
ভালো লিখেছেন আপা। সালাম জানবেন। শুভ সকাল।
অনেক অনেক ধন্যবাদ ঠিক করে দেওয়ার জন্য

কৃতজ্ঞতা
অনাবিল শুভকামনা
দিগন্ত বিস্তৃত মেঠো প্রান্তর



সময়ের হাত ধরে চলে নিরন্তর।
আকাশে ওড়ে সাদা মেঘের ভেলা
শান্ত অশান্ত উদাসী বালুকা বেলা।
সালাম দাদা,সুন্দর স্তবক।সৌভগ্য আমার দু রত্নকেই পেলাম
শুভকামনা নিরবধি
বেশ সুন্দর ছন্দ।
সালাম,স্বাগতম দিদি। কার মুখ দেখে আজ ভোর হয়েছে আমার আঙ্কিনা শুভ্রিতায় ভরে গেল
অনেক অনেক শুভেচ্ছা দিদি
শভকামনা নিরবধি
ছন্দ হিন্দোল নামের সাথে সাথে লেখালেখির মিল আছে ।
সালাম,ভাল লাগলো আগমনে
কাকাতালীয় ব্যপার মনে হয়
নীড়ে স্বাগতম শুভকামনা অবিরাম ।
* লেখায় অন্ত্যমিল বেশ ভালো লেগেছে…
ভালো থাকুন কবি।
সালাম,
সুন্দর করে বললেন শুভেচ্ছা জানবেন