জলশূন্যতা

কতো পথ পেরিয়ে এলাম, বন পাহাড় সাগর নদ
অথচ আমরা ভ্রমণকালে একই পথের পথিক ছিলাম
টুকটাক ভুলের কারণে গলে যাচ্ছে আমাদের নোনাঘর
বিজ্ঞাপন দেখতে বড়ই বিরক্ত লাগে ইদানিং
রূপালি মাছগুলো তবুও ট্রেনে চড়ে দূরে চলে যাচ্ছে
তারপর ছায়া সরে গেলেই চারদিকে শুধুই শূন্যতা।

দেয়ালের ওপাশে যারা থাকে তারা প্রাচীন মানুষ
শতাব্দীর সকল নৈঃশব্দ্য মিশে গেছে সেথায়
গায়ে গায়ে জমে আছে ছত্রাক বিষ!
ঐ ঠোঁটে চুমো দিও না তুমিও পরিণত হবে মিশরীয় মমি।

8 thoughts on “জলশূন্যতা

    1. আপনার এমন ভালো লাগা আমার কবি জীবনে বড় পাওয়া মুরুব্বী। ভালো থাকবেন সতত

  1. দেয়ালের ওপাশে যারা থাকে তারা প্রাচীন মানুষ
    শতাব্দীর সকল নৈঃশব্দ্য মিশে গেছে সেথায়
    গায়ে গায়ে জমে আছে ছত্রাক বিষ!

    * অসাধারণ লেগেছে।
    ভালো থাকুন কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।