শুভ হোক সুন্দর হোক
আসুক ফিরে ফিরে।
হাসি খুশিতে ভরে উঠুক জীবন
প্রশান্তি থাকুক ঘিরে।
ফুল পাখি আর তারার মেলায়
তোমায় স্বাগত।
সবুজের বুকে শুভ হোক যাত্রা
শুভ কামনা সতত।
সফল হোক সার্থক হোক
তোমার আগমন।
ধন্য হোক ধরণী
তোমায় করে বরণ।
জ্ঞানে গুণে বড় হও
বিকশিত হোক দিনে দিনে।
অগনন শুভেচ্ছা নানু
তোমার প্রথম জন্মদিনে।
7 thoughts on “শুভ জন্মদিন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নানু’র প্রতি আমাদেরও জন্মদিনের শুভেচ্ছা।
সালাম দাদা ধন্যবাদ পৌছে দিয়েছি
শুভকামনার আপনার জন্যও
ধন্যবাদ আপা।
দারুণ
শুভ জন্মদিন
ধন্যবাদ ভাল লাগলো আগমনে শুভেচ্ছা নিন
শুভ জন্মদিন।
স্বাগত জানাচছি রিয়া ভালো লাগলো শুভকামনা রইলো পৌছে দিয়েছি আপনার শুভেচ্ছা