ভায়ের জন্য

একুশের ভোরে ফুলের সারিতে
ফুল হাতে আমি একা
শত শত ভায়ের আত্মত্যাগ
বুক মাঝে আছে লেখা

রফিক শফিক জব্বার আর
সালামের মত ভাই
বর্ণমালার পরতে পরতে
তাদেরে খুঁজে পাই

রক্ত ঝরেছে আমার ভায়ের
রক্ত দিয়েছে ভাষা
তাদের জন্য আমরা রেখেছি
সবটুকু ভালবাসা

বাংলা রেখেছি হৃদয় গভীরে
ভায়েরা সেখানে আছে
একুশের ভোরে প্রেমের বিভায়
আমাদের বুক নাচে

আমার ভায়েরা ফুলের মত
তারার মতো জ্বলে
পথচলা শিখি তাদের দেখে
এক আকাশের তলে

তাদের দেখানো ভাষার জমিনে
বারোমাস করি চাষ
তাদের নামেই লিখা হয়ে আছে
বাংলাদেশের আকাশ

2 thoughts on “ভায়ের জন্য

  1. তাদের দেখানো ভাষার জমিনে
    বারোমাস করি চাষ
    তাদের নামেই লিখা হয়ে আছে
    বাংলাদেশের আকাশ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।