মহুয়া ডালে কুটুম পাখি
দিচ্ছে সুরে ডাক।
হলদে পাখি কুটুম পাখি
ইস্টি কুটুম ডাক।
কুটুম পাখি মিষ্টি পাখি
বড় কুটুম ডাক।
ঘোড়ায় চড়ে আসবে দামান
বাজবে সানাই ঢাক।
গড়বে তাজ, বাজুবন্ধ
নীল মনিহার,
পায়েলিয়া, ঝুমকো গড়বে
সেকরা তবে ডাক।
হলুদ ডালি সাজিয়ে দেব
লগান রাত সাজবে ।
বাদ্যি, বাজনা থাকতে হবে
গায়েন তবে ডাক।
মিষ্টিমুখ করতে হবে
মিঠাই, মন্ডা, নিমকি হবে,
খীর হবে, দধী হবে
ময়রা তবে ডাক।
টুক টুকে লাল সাজিয়ে দেব
বেনারসিতে।
সিঁদুর, শাঁখে সাজবে মামুনি
দোলা তবে ডাক।
শুভেচ্ছা নিন কবি। শুভ সকাল।
শুভ কামনা রইল
খুব সুন্দর হয়েছে আজকের লিখাটি আপা।

অতি যতি চিহ্নেরও দেখছি পরিসমাপ্তি ঘটেছে। গুড।
কি ভাবে ঘটবে মাইনড সেটট তো ঠিক হয় নি । আপনি ভরসা……

আমরা ভরসা আপা।
হাপ সেঞ্চুরি পার করেছি ব্যাকরণের গন্ডি থেকে ….

অবশিষ্ট কিছু নেই মনে হয়….
এতদিন তো লিখেই লুকিয়ে ফেলতাম বা ছিড়ে ফেলতাম
নীড়ের সহযোগিতায় ভরসা পাচ্ছি অনেক …..
অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক শুভ কামনা
পাশে থাকুন আপা।