সুউচ্চ ভবনগুলো যেনো আকাশ ছুঁতে চায়,
ভুকম্পনের ভীতি বাসিন্দাদের মনে খানিকটা বাড়ায়।
গাছ গাছড়া উবে গেছে যেনো কন্ক্রিটের স্তুপ,
কাজের চাপে যান্ত্রিক জীবনে নেই কোন ফুরসত।
রাস্তা ঘাটে জ্যাম লেগে যায়, বড়ই গ্যান্জাম,
ট্রাফিক পুলিশ হিমশিম খায় দিতে গিয়ে আনজাম।
রাস্তা পারাপারে বড়ই তাড়া কে কার আগে যাবে,
অসহিষ্নু মন কাজ করে সড়ক দুর্ঘটনাতে।
ওভারব্রিজগুলো দখলে থাকে দিনে হকারের,
ওগুলো থাকে স্বর্গরাজ্য রাতে নেশাখোরের।
রাতের আলোয় মলগুলো সব ভেগাসের এর রূপ নেয়,
ক্রেতাহীন মলগুলো সব একান্ত অসহায়।
চলন্ত সিড়িগুলো চলতে থাকে বৃথাই,
প্রয়োজনের চেয়ে উৎসাহীরাই লিফ্টে চড়ে শুধুই।
ফাস্ট ফুডের দোকানগুলোয় ভিড় জমে রাতে,
ড্রিংকসের ব্যবসাটা জমে সেই সাথেই।
আড্ডা জমে রেস্তোরাতে, আড্ডা জমে ক্লাবে,
চ্যানেল গুলো চলতে থাকে রাউন্ড দ্য ক্লকে।
ওত পেতে থাকে হাইজাকাররা বিভিন্ন পয়েন্টে,
কেড়ে নেয় সব কিছু গান পয়েন্টে।
লেট নাইটে ফেরে তারা যে যার বাড়িতে,
জীবন এখন অন্যরকম, গড়া অন্য রকম ধাতে।
8 thoughts on “অন্যরকম জীবন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অন্যরকম জীবন শুধু নয়; বহু রকমের জীবন আমাদের আশেপাশে।
শুভ সকাল এবং সালাম জানবেন আপা। আশা করবো ভালো আছেন। ধন্যবাদ।
সালাম,


ঠিক তাই
শুভেচ্ছা
এই কবিতাটির গঠন নিয়ে কোন কথা নয়। একটু সচেতন হলে আপনি লিখে ফেলতে পারেন অসাধারণ কিছু সন্দেহ নেই।
এই কবিতায় আপনি আমাদের শহুরে জীবনের যে চিত্র একেছেন তা আমার মনে বেশ নাড়া দিয়েছে।
সালাম,
আমি তো সেকেলে তাই মনে হয় ফারাক টা বেশি চোখে পড়েছে, ৬৫ সালের জীবন এখনকার জীবনে আকাশ পাতাল ফারাক …


ভাল লাগল
শুভ কামনা নিরন্তর
ভালো লাগা রইল
ধন্যবাদ,
শুভেচ্ছা রইল
ভাল লাগল কবি,,,
,,,,,
ধন্যবাদ দাদা
