ফাগুন আমার আগুন খেলা

সারাক্ষণ অদ্ভুত এক নেশায়
মন মাতাল
স্বপ্নকে মেশায়…
তোমাতেই মিশে
তোমাতেই ডুবি তোমাতেই ভাসি।
আলোকঝরা হিম হিম মাঝরাতে
কুয়াশা ভেজা শান্ত এই চোখে
স্বপ্নেরা জোৎস্না ছবি আঁকে।
তোমাকে না বলা আমার কথা যত
কথার বাঁকে হারিয়ে যায়,
শব্দ খুঁজে পায়না-
আমার যত উদাস হওয়া ক্ষণ
হাওয়ার হাওয়ায় তোমার কাছে পৌঁছে দেয় মন।
স্বপ্নদের ধরে চোখের পাতা
আনমনেই তোমায় আঁকে মন
এই ফাগুনের সময়
সবুজ রোদ হলুদ রঙা পাতার ফাঁকে ফাঁকে।
তোমার ধুলো গায়ে মেখেই
বাউল হলাম আজ,
তোমাতেই মিশে থাকি
সকাল এবং সাঁঝ।

8 thoughts on “ফাগুন আমার আগুন খেলা

  1. তোমার ধুলো গায়ে মেখেই
    বাউল হলাম আজ,
    তোমাতেই মিশে থাকি
    সকাল এবং সাঁঝ

    এতো আমার উচ্চারণ!!!

  2. ফাগুন আমার আগুন খেলা। ফাগুন আমার আগুন খেলা। ___ চমৎকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. কথার বাঁকে হারিয়ে যায়,
    শব্দ খুঁজে পায়না-

মন্তব্য প্রধান বন্ধ আছে।