আকাশ জুড়ে চলছে ছুটে,
চৈতালী মেঘের ভেলা।
মনের আকাশও সেজেছে আজ,
বসেছে খুশির মেলা।
নাইবা পেলাম দুরের আকাশ,
তারার হাতছানি।
পরম নির্ভরতায় তোমার আকাশে,
মেলব ডানাখানি।
গোলাপ সুবাসিত পাপড়ি রঙে,
সাজাব নীড় খানি।
কঙ্কটহীন ভালবাসায়,
ভরবে ভূবন খানি।
6 thoughts on “চৈতালী সুর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বাহ্, ভালো লাগল আপনার ছড়াময় কবিতা
ভাল লাগলো আমারও
শুভকামনা সতত
খুব সুন্দর
ধন্যবাদ
শুভকামনা রইল
গোলাপ সুবাসিত পাপড়ি রঙে, সাজাব নীড় খানি।
কঙ্কটহীন ভালবাসায়, ভরবে ভূবন খানি।’ ___ চমৎকার লিখন আপা।
সালাম ,
শুভকামনা অনাবিল