আশ্বিনের মেয়ে

বেশি কিছু না
জানার আড়ালে যে দরজা
খুলতে চেষ্টা করিনি কোনদিন
অথচ ঈশ্বর জানেন
যে রাত নামে শুদ্ধ অন্ধতায়
তা কেবলি বড় হয়ে আসে
রাজহাঁসের গলার মতো

আশ্বিনের সন্ধ্যায়
যে মেয়েটি বীজের ভেতর থেকে স্বপ্ন দেখেছিল
একটা সম্পূর্ণ আকাশ সেও
বন্ধ দরজার একটা চাবি খোঁজে

যতিচিহ্নের ন্যায় ব্যস্ততা যার
সেই চিনেছে রোপিত ধান
দিগন্তরেখা বরাবর স্বপ্ন বুনে রাখি

আশ্বিনের মেয়ে
টুকটাক অসুখ হলে সতর্ক হও
বেশি কিছু না
শুধু চাবিটা কাছে রেখ
বন্ধ দরজা খুলতে হবে যে।

6 thoughts on “আশ্বিনের মেয়ে

  1. সন্দেহ নাই আপনি অসাধারণ লিখেন। এই জন্য সম্বোধনে প্রিয় শব্দটি লাগাই কবি। :)

    1. ভালো লাগে আপনার এমন মন্তব্য পেলে। ভালো থাকবেন সতত

মন্তব্য প্রধান বন্ধ আছে।