বেগবতী মেঘবতী

নীল গগনের শ্যামলা পরী
যেনো ছুটলো এলা কেশে।
দুরন্ত কিশোরী উড়ছে
যেনা ডানায় ভেসে ভেসে।
অনুযোগ আর অভিযোগে মনটি তার
যেনো আছে মেঘে ঢেকে
সোনার বরন স্বর্গীয় ডিম
যেনো কালো কেশে ঢাকে।
রাগে অভিমানে ফেটে পড়ে
যেনো আছড়ে ভাঙ্গে সব।
চোখের জলে মনের জ্বালা
যেনো মেটাতে চায় সব।
ডাকছে কুহুক পাহাড় দেশে
যেনো উদাস বাঁশীর সুরে।
ছুটছে নেশায় শ্যামের দেশে
যেনো অচিন মায়া পুরে।
চোখ দিয়ে তার আগুন ঝরে
যেনো বিদুৎ এর ঝলকানি।
কালো হিরে জ্বলে উঠে
যেনো আলোর ঝলসানি।
নীল দরিয়ায় উত্তাল ঘূর্নী তোলে
যেনো নেশায় মত্ত হয়ে।
পথ হারা পথিক পথ খোঁজে
যেনো দিশে হারা হয়ে।
শ্যামল বাগে প্রেমের বাসর
যেনো আছে পেতে রাখা।
সাত সাগর পাড়ী দিয়ে
যেনো পায় সে প্রিয়ের দেখা।

4 thoughts on “বেগবতী মেঘবতী

  1. পদ্য বাসনায় আমাদের প্রত্যাশাও তাই। সালাম জানবেন আপা। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. অপূর্ব বর্ণনাশৈলী এবং চমৎকার অভিপ্সা লেখকের। দোয়াতো শতবার আছেই, থাকবেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. সালাম,
      দোয়াই কাম্য ……
      মঙ্গলময় হোক
      শুভ কামনা শত……https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।