এইযে ত্রিভুজ প্রেম
সমতল ভূমি
হেটে চলা আলপথ।
বুকের ভেতর বাসা বাঁধে ফেরারি পাখি
আমার পরাণের কইতর
জানা আছে কী তোমার আঙুলের কৌশল?
মানুষজন্ম যদি কোনদিন হয় তবে
আমিও গেয়ে উঠবো শাস্ত্রীয় সঙ্গীত।
জানো তো চর্চাকারীরা আর যাই হোক
মানুষকে ঠকায়নি কোনদিন।
নির্বিবাদী মানুষের সাথে আমরাও আছি। হোক শাস্ত্রীয় সঙ্গীত। শুভ সকাল কবি।
আঙ্কেল অনবদ্য ভালো লাগা জানাই।