সূযাভায় ছড়িয়ে হাসি
খুশিতে দিলহারা।
শ্যামেল কোমলে বাহারীরূপে
চিত্ত পাগলপারা।
রোদ্রছটা ঠিকের পড়ে
চারিদিক উজালা।
রূপের আগুনে সেজেছে বন
রূপবতী কমলা।
গ্রীষ্ম দুপুরে ক্লান্ত পথিক
উদাসী বায়ে চায়।
দৃ্ষ্টিনন্দন গাছের ছায়ায়
প্রেয়সীর ছায়া পায়।
গুচ্ছ গুচ্ছ ফুলের তোড়া
তোমারি তরে সাজানো সযতন।
স্বাগতম গ্রীষ্ম মহাসমারোহে
তোমারি তরে কৃষ্ণচূড়ার কবিতা আলাপন।।
6 thoughts on “আগুন লাগা বন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সূর্যাভায় ছড়িয়ে হাসি
খুশিতে দিলহারা।
শ্যামলে কোমলে বাহারীরূপে
চিত্ত পাগলপারা।
চমৎকার লিখা। সালাম জানবেন আপা। আজকাল আপনি বেশ অনিয়মিত হয়েছেন।
সালাম
সমস্যা কিছুটা….
নীড়ের সাথেই আছি….
শুভকামনা
স্বাগতম গ্রীষ্ম মহাসমারোহে

তোমারি তরে কৃষ্ণচূড়ার কবিতা আলাপন।।
শুভেচ্ছা
** সুন্দর…
শুভেচ্ছা
