ছলাকলা প্রেম

তুমি জেনে রেখো, সে তুমি যেই হও না কেন
যে আসল মানুষগুলি নিজের বেশে
কোনো স্বার্থ ছাড়া এখানে এসে দাঁড়ায়
আমি তাদেরই সবচেয়ে আপন বলে মানি |
তুমি হলেও তাই মানতে খালি স্বীকার যাও না
নিজে ছলনায় বাঁচো কোনো দায়িত্ব ছাড়া
কাকতাড়ুয়া হয়ে ভলোবাসাকে হেয় করে,
তাই অন্যদেরও একই চোখে দেখো |
এতই শক্ত ইগো ভাঙে তবু মচকায় না
বন্ধুকে নিজের বৃত্তের বাইরে রেখে ছলাকলা প্রেম ||

4 thoughts on “ছলাকলা প্রেম

  1. ‘কোনো স্বার্থ ছাড়া এখানে এসে দাঁড়ায়
    আমি তাদেরই সবচেয়ে আপন বলে মানি।’

    __ আপনার বিশ্বাসের সাথে আমারও যে মিল আছে প্রিয় কবিবন্ধু। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আমরা একই জগতের বাসিন্দা প্রিয় কবি | অনেক ধন্যবাদ |

  2. মানুষগুলো ভালো হোক। ভালো লাগল আপা

    1. ভালো লেগেছে জেনে অত্যন্ত খুশি হলাম ভাই |

মন্তব্য প্রধান বন্ধ আছে।