লোক লোকালয়ে ছড়াচ্ছে জ্বর ডেঙ্গু মহা ত্রাস।
দিন দুপুরে এডিস মশা চালাচ্ছে সন্ত্রাস।
সচেতনতা খুবই জরুরী যেন সবাই সজাগ রয়।
আস্তাকুঁড়েই বিনাশ করতে যেন সচেষ্ট হয়।
হঠাৎ করেই উচ্চ জ্বর মাথা ব্যাথা সাথে
জোড়ায় ব্যাথা পেশী ব্যাথা চোখের পিছনটাতে।
ক্লান্তি, বমি, র্যাশ জ্বরের পরেই হয়।
ক্ষেত্র বিশেষে রক্তপাত জটিলতর হয়।
প্রথমবারে ফ্লু বলে ভ্রমে মনে হয়।
দ্বিতীয়বার ডেঙ্গু হলে অনেক প্রকট হয়।
ডেঙ্গু হেমোরেজিক ফিবার যাকে ডেঙ্গু শক সিন্ড্রম কয়।
লিভার, লিম্ফ, ব্লাড ভ্যাসেলের মারাত্মক ক্ষতি হয়।
পরিত্রাণে সবার আগে মশারী ব্যবহার চাই।
মশক নিধনে যা করণীয় সবই করা চাই।
ঔষধপাতি, পথ্য, বিশ্রামে চাই সঠিক নিয়ম মানা।।
ডেঙ্গু জ্বরে হোমিও ঔষধ নাক্স, ইউপেটো, আস, বেলাডোনা।
অনবদ্য ছন্দে সমাজ চেতনার কাব্য।
শুভেচ্ছা ও শুভকামনা।
ভালো পরামর্শ দিয়েছেন কবি আপা।
মশক নিধনে যা করণীয় সবই করা চাই।
ঔষধপাতি, পথ্য, বিশ্রামে চাই সঠিক নিয়ম মানা।
ডেঙ্গু জ্বরে হোমিও ঔষধ নাক্স, ইউপেটো, আস, বেলাডোনা।
শুভেচ্ছা নিন আপা।
পথ্য কাজে আসুক কবি বোন।
ঠিক বলেছেন দাদা এর ভুমিকা ও অনেক
শুভেচ্ছা ও অনেক
বিএনপি বললো ঃ
আওয়ামিলীগ বিএন পি মারতে পারে কিন্তু ডেঙ্গু মারতে পারে না।এ বিষয়ে আপনার মতামত কি?
Awami league bnp mara mari kore thik karon mone hoi akare boro kothao lukote parena jemon agun. Cross fire e kintu adis mashara oder ashe pashei atmto gopon kore thake tai kaman dagalelo nirbignne beche jai.
Shundor proshno koresen uttor dite parlam kina janina tobe moja pelam
Amar ovimot nijera lorai na kore desher jonogoner ssrthd kaj kora tahole kothaio lukobar jaiga pabena adis rupi kono kisu,.
…