সৌরভে গৌরবে
মধুমাস জমেছে।
মৌ মৌ গন্ধে
সব কূল জুটেছে।
দু পেয়ে চার পেয়ে
তার স্বাদ চেখেছে।
উড়ে আসা ডানা মেলা
সুরে গান ধরেছে।
শাখা মৃগ বাদ নাই
চুরি করে ( মধুমাস) উদযাপন করছে।
20 thoughts on “শাখা মৃগ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সৌরভে গৌরবে
মধুমাস জমেছে।
মৌ মৌ গন্ধে
সব কূল জুটেছে।
দু পেয়ে চার পেয়ে
তার স্বাদ চেখেছে।
উড়ে আসা ডানা মেলা
সুরে গান ধরেছে।
শাখা মৃগ বাদ নাই
চুরি করে ( মধুমাস) উদযাপন করছে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
পদ্য লিখাটি পড়লাম শ্রদ্ধেয় আপা। শুভ সকাল।
সলাম,
ছবিতে কি বানর দেখা গেল
শুভ কামনা দাদা
শুভেচ্ছা রইল।
শুভকামনা দাদা

ভালোবাসাময় ভালোবাসা কবি বোন ছন্দ হিন্দোল।
ভাল লাগা কবি দা
শুভেচ্ছা শুভেচ্ছা….
পদ্য কবিতায় শুভেচ্ছা আপা।
ধন্যবাদ ভাইয়া শুভকামনা নিরবধি
সরল কবিতা আপা।
সত্যি তাই যা চোখে দেখা তাই শুভকামনা সাজিয়া
শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই।
শুভেচ্ছা তোমাকেও রিয়াদি
শুভেচ্ছা রইলো।
শুভকামনা সব সময়
সালাম, ও শুভমামনা দাদা
ো
ভাল লেগেছে বেশ!..
শুভেচ্ছা জানবেন প্রিয় দিদি
সালাম দাউদ ভাই অনেকদিন পর… ভাল লাগল দেখে ভাবি বাচ্ছা সহ ভাল আছেন আশা করি শুভকামনা দাদা
সুন্দর কবিতা কবিতা ।
চার তলার ছাদে উঠে চুরি করে আম খাচ্ছে। এই বানর আমাদের না।
শুভকামনা রইল