মন তো বরফ, গরম একটু ছুঁয়ে দিতেই গলে যায়

ছোঁয়াছুঁয়ি খেলায় আমি সব সময়ই এগিয়ে, তোর থেকে;

এই যেমন ধর – তুই আমায় শরীর ছুঁয়ে দেয়ার অনেক অনেক আগেই আমি তোর মন ছুঁয়ে দিয়েছি; বুঝলি না?

তবে বলি শোন – – ভেবে দেখ তো, তোর চোখে জল আসে কেন?
আমার কথা মনে পড়লেই তো! তাই না?

আচ্ছা! আমার কথা মনে পড়ে কেন তোর?
– খুব ভালোবাসিস আমায়, তাই না?

কেন ভালোবাসিস? কখনো ভেবেছিস?
– আরে বোকা! তুই কোন কিছু বোঝার অনেক আগেই আমি তোর মন ছুঁয়ে দিয়েছি;

মন তো বরফ, গরম একটু ছুঁয়ে দিতেই গলে যায়, কেন অশ্রু গলছে তোর চোখে?
– তোর মন আমি ছুঁয়ে দিয়েছি বলে;

বুঝলি না? – ভালোবাসা কি আগুন না?
তাহলে পুড়ছিস কেন রে?
তোর গাল বেয়ে কান্না গলা অশ্রু নামছে কেন রে?
– এটা আসলে ভালোবাসা
– তোর অজান্তেই তোকে ছুঁয়ে দিয়েছে বলে রে;

আচ্ছা বল তো!
– কিছু দিন চিঠি না পেলে এত উতলা হোস কেন?
আমার কথাগুলো তোকে খুব ছুঁয়ে যায় তাই না?
কই? তুই তো কখনোই চিঠি লিখিস না আমায়,
তারমানে শব্দ-খেলায় তুই ছুঁতে পারিস নি আমায়?

আমি রোদ হয়ে তোকে ছুঁয়ে দিলে তুই ঘেমে অস্থির
বৃষ্টি হয়ে তোকে ছুঁয়ে দিলে তুই ভিজে একাকার
আদর মেখে তোকে ছুঁয়ে দিলেই তোর আকাশে চাঁদ
কোন কারণে আমার মনখারাপে তোকে না ছুঁলেই তোর অমাবস্যা;
ছোঁয়াছুঁয়ি খেলায় আমার কি এগিয়ে থাকা হলো না?

একবার তোর সাথে শেষবার অন্যরকম এক ছোঁয়াছুঁয়ি খেলতে ইচ্ছে করে,
সেটা কি জানিস?
– কে কার আগে মৃত্যুকে ছুঁয়ে দিতে পারে!
যে হেরে যাবে, সেই শুধু জানবে
– জিতলো কে।

9 thoughts on “মন তো বরফ, গরম একটু ছুঁয়ে দিতেই গলে যায়

  1. অন্তরঙ্গ আলাপচারিতা। নিজের সাথে নিজে। … অভিনন্দন কবি মি. যাযাবর জীবন। :)

  2. মন তো বরফ, গরম একটু ছুঁয়ে দিতেই গলে যায়, কেন অশ্রু গলছে তোর চোখে?
    – তোর মন আমি ছুঁয়ে দিয়েছি বলে। ভালোবাসা কবি যাযাবর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. মন তো বরফ, গরম একটু ছুঁয়ে দিতেই গলে যায়। :)

  4. একবার তোর সাথে শেষবার অন্যরকম এক ছোঁয়াছুঁয়ি খেলতে ইচ্ছে করে,
    সেটা কি জানিস?
    – কে কার আগে মৃত্যুকে ছুঁয়ে দিতে পারে!
    যে হেরে যাবে, সেই শুধু জানবে
    – জিতলো কে।
    চমৎকার লিখনি। অভিনন্দন।

  5. মন তো বরফ, গরম একটু ছুঁয়ে দিতেই গলে যায় 

    নিঃসন্দেহে সত্য কথা।হাজারও অভিমান, হাজারও ক্ষোভ একটু খানি কোমলতার স্পর্শ পেলেই হলো সেগুলো মুহূর্তেই ঝরে যায়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।