মাঝে একবার দেখেছিলাম ছবি গুলোন স্ট্যান্ডার্ড মাপের। এখন আবার ছোট হয়ে গেলো কিভাবে ? ছবি পোস্টে আমার মনে হয় মডারেটরের উপর ভরসা রাখা উচিত বোন।
অপরাজিতার শুভেচ্ছা আপা। ছবিগুলো অনেক বেশী রেজলেশনের হলেও সুন্দর হয়নি। কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট আবছা আলোয় একাকার হয়ে গেছে।
ঠিকই ধরেছেন, আমি একেবারেই আনাড়ি…….. সাবজেক্ট কথা যদি বলেন যেমন ঘরের কোনা কেন, এখানে ঘর দেখানো নয় ঘরের কোনায় মৌমাছির বাসা দেখানোর চেষ্টা দিনের আলো কমে যাওয়ায় দেখা গেলোনা সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
অপরাজিতার শুভেচ্ছা আপনাকেও আপা। ভালো ফটোগ্রাফি।
ধন্যবাদ, অনাবিল শুভকামনা দাদা
মাঝে একবার দেখেছিলাম ছবি গুলোন স্ট্যান্ডার্ড মাপের। এখন আবার ছোট হয়ে গেলো কিভাবে ? ছবি পোস্টে আমার মনে হয় মডারেটরের উপর ভরসা রাখা উচিত বোন।
তাই করতে হবে, বড় মাপের দেখছিলাম কেন যে ছোট হয়ে গেল বুঝতে পারছিনা অশেষ ধন্যবাদ দাদা
মোবাইলে তোলা তাই না দিদি ভাই।
সুন্দর হয়েছে। শুভেচ্ছা নিন। 
মবাইল হাতে ছিল, আমি এগুলি র ব্যবহার জানিনা তাই এই অবস্হা দিদি
দেখার জন্য শুক রিয়া
অপরাজিতার শুভেচ্ছা আপা। ছবিগুলো অনেক বেশী রেজলেশনের হলেও সুন্দর হয়নি। কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট আবছা আলোয় একাকার হয়ে গেছে।
ঠিকই ধরেছেন, আমি একেবারেই আনাড়ি……..
সাবজেক্ট কথা যদি বলেন যেমন ঘরের কোনা কেন, এখানে ঘর দেখানো
নয় ঘরের কোনায় মৌমাছির বাসা দেখানোর চেষ্টা দিনের আলো কমে যাওয়ায় দেখা গেলোনা
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
আরও ভালো ছবি চাই।
অবশ্যই চেষ্টা অব্যাহত থাকবে
দেখার জন্য শুকরিয়া দাদা
সুন্দর।
ধন্যবাদ সাজিয়া
খুব সুন্দর লাগলো। নীল অপরাজিতা শুধুই একটা ফুল না। এর অত্যন্ত শক্তিশালী ভেষজগুণ আছে।


ঠিক তাই,নীড়ে স্বাগত শুভেচছা সতত