স্বপ্ন ভঙ্গ

হেমন্তের ‍জোছনা রাতে,
রূপালী নরম আলোতে,
চাঁদ এসে দাঁড়ায় শিয়রে।

হিম ঝিরি বাতাসে,
ঘুম ঘুম আবেশে,
শার্শিতে প্রতিবিম্ব।

মনের অব্যাক্ত কথাগুলি,
উথলে উঠে ‍কেবলি,
বেদনার পান্ডুলিপি।

মধ্যরাতের নিরবতা,
গেয়ে উঠে রাতের পাখিরা,
কোন মায়াবী সুরে।

মায়াবী চাঁদের সাথে,
খুঁজি তোমাকে পাশে,
হাত বাড়াতেই আলেয়া।

সুখ স্বপ্ন টুটে।

18 thoughts on “স্বপ্ন ভঙ্গ

  1. শার্ষীতে প্রতিবিম্ব বুঝিনি, আমি কি আরশিতে প্রতিবিম্ব পড়বো? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      1. শাশি শব্দটি র সাথে আমরা পরিচিত না সত্যি পাকিস্তান আমলে পাসের বাসার খালাম্মা  একদিন  ঝড় আসলে পরে  বলতে ছিল  শাশি বন্ধ কর জদিও কাঠের ছিলো ডিকশিনারির  পাতায় শাশিglass pane  ভাল লাগল  আগ্রহ দেখে শুভকামনা আপু

  2. সরল কবিতা আপনার হৃদয় ছুঁয়ে যায় কবি বোন ছন্দ হিন্দোল।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      1. শারষী অর্থ গুগল অভিধানে পাইনি দিদি ভাই। 

        সরসী – [বিশেষ্য পদ] (স্ত্রীলিঙ্গ) সরোবর; দীঘি; হ্রদ।

  3. হিমঝিরি বাতাসে, ঘুম ঘুম আবেশে, আর্শিতে প্রতিবিম্ব। সুন্দর অনুভব। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।