গৃহস্থ নারী

শোনা যায় বীজ বপনে নারীরাই ছিলো অগ্রযাত্রায়।
হয়ত সন্তানের জন্য নয়ত পছন্দের কারণে ধাবিত হয়েছে নতুন অভিযাত্রায়।
স্বীকৃতি ছাড়াই অহর্নিশি করতে হয়েছে ঘর গেরস্থালির কাজ।
অর্থনৈতিক টানাপোড়নেই জীবনের তাগিদে বাধ্য করেছে সমাজ।
আয়া বুয়ার কাজে বহুদিন ধরে রেখেছে আবদান।
পায়নি তেমন পারিশ্রমিক, পায়নি যথাযথ সন্মান।
মাটি কাটা খোয়া ভাংগা, যোগালির কাজে।
সাহসের সাথে কাধে কাঁধ মিলিয়ে করেছে সমান তালে।
শতছিন্ন ময়লা বসনে থালা হাতে যায়না দেখা আর কাক ভোরে।
পোষাক শিল্পের আগমনে বদলে গিয়েছে সব এগিয়ে যাচ্ছে নতুন পথ ধরে।
এগিয়ে আসতে হবে সরকার মালিক পক্ষকে নারীর অধিকার সংরক্ষণে।
স্বাস্থ্যগত, প্রসবোত্তর, ডে কেয়ার সুযোগ সুবিধা বাস্তবায়নে।
পিছিয়ে আছে লেখা পড়ায় অনেক, এগিয়ে আসতে হবে মেয়েদের।
দিতে হবে পর্যাপ্ত সুযোগ সুবিধা তাদের।
যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে অফিস আদালতে।
স্কুল কলেজ, হাসপাতাল গুলোতে।
আনুপাতিক হারে দিতে হবে জায়গা মেধা বিচারে।
মানুষ হিসাবে চাই কলিগ, বস, সবার নজরে।
দুই কন্যা হওয়ার কারণে অনেক পরিবারে উপার্জনে নারীরাই।
সেদিকে খেয়াল রেখে অগ্রাধিকার দেয়া চাই।
সর্বক্ষেত্রে যদি দেয়া হয় জননী, ভগ্নি, জায়া, কন্যার সম্মান।
নেপোলিয়ানের কথামত পাওয়া যাবে জাতি মহিয়ান।

18 thoughts on “গৃহস্থ নারী

  1. এগিয়ে আসতে হবে সরকার মালিক পক্ষকে নারীর অধিকার সংরক্ষণে।
    স্বাস্থ্যগত, প্রসবোত্তর, ডে কেয়ার সুযোগ সুবিধা বাস্তবায়নে।
    পিছিয়ে আছে লেখা পড়ায় অনেক, এগিয়ে আসতে হবে মেয়েদের।
    দিতে হবে পর্যাপ্ত সুযোগ সুবিধা তাদের।

    সম্মতি জ্ঞাপন করছি আপা। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ ভাইয়া  দ্বিধা হীন অফুরান  শ্রদ্বা সন্মান https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      1. লুকমান হাকিম পোস্টে  নিতাই দা আর রিয়াদির পোস্ট হারিয়ে  ফেলে ভিষন মনোকষ্টে আছি  ফিরিয়ে দিন প্লিজ এর আগে দেখেছি  আবার ফিরে এসেছে  এখন কি হল প্লিজ কষ্ট  করে  ফিরিয়ে আনতে https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো   আমি মনে হয় খালি শেষ মাত্রা দিতেইপারি অন্য কিছু র ব্যবহার নাই ই মনোযোগ দিয়ে পড়বার জন্য শুকরিয়া শুভকামনা সব সময়https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. সর্বক্ষেত্রে যদি দেয়া হয় জননী, ভগ্নি, জায়া, কন্যার সম্মান।
    নেপোলিয়ানের কথামত পাওয়া যাবে জাতি মহিয়ান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ দিদি  শিশু রা মায়ের সঙ্গে ই সময় কাটায় বেশি মা ভীতু হলে সন্তান রা মন মরা হয়  সাহসী বীর  পুত্র পেতে মার আত্ম মযাদার বিকল্প নাই শুভকামনা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো আমারও শুভকামনা রইল https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. পিছিয়ে আছে লেখা পড়ায় অনেক, এগিয়ে আসতে হবে মেয়েদের।
    দিতে হবে পর্যাপ্ত সুযোগ সুবিধা তাদের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ  ভালো লাগলো দাদা সহমর্মিতা য় উষ্ণ শুভকামনাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. দিতে হবে পর্যাপ্ত সুযোগ সুবিধা তাদের এটা বেশী গুরুত্বপূর্ণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ সাজিয়া  ভালো লাগলো আমারও

      শুভকামনা তোমাকে ওhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. সর্বক্ষেত্রে যদি দেয়া হয় জননী, ভগ্নি, জায়া, কন্যার সম্মান।
    নেপোলিয়ানের কথামত পাওয়া যাবে জাতি মহিয়ান।

     

    * অনেক সুন্দর কবিতা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    নারীর প্রতি শ্রদ্ধা সতত।

    1. ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো আমারও সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া

      শুভকামনা সব সময় https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  6. ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো খুব সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া 

    শুভকামনা সব সময় https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।