অনেক শিখেছি

এখন আমি ভীষণ রকম ভালো আছি
এখন আমার বাড়ি ফেরার জন্য কোনই তারা নেই,
বাবা নেই; মা নেই; ভালোবাসার মতো মানুষও নেই
তবুও এখানে আমি নির্লজ্জের মতো বেঁচে আছি।

বাস্তবতা বহু কিছু শিখিয়েছে আমাকে
এখন আমি গেঞ্জী রুমাল ধুতে পারি; রাঁধতেও পারি,
এঁটো বাসন ধোয়া; দুয়ার খোলা; বন্ধ করা সব পারি
একা থাকাও পুরোপুরি শিখে গেছি আমি আজকে।

বিছানা বালিশও আর টানেনা আমাকে
মুঠোফোনে চার্জ থাকেনা; দিয়াশলাই খুঁজে পাইনা,
তোমাকে নিয়ে যে কবিতা লিখি তা কেউ জানেনা
তামাক পাতার মতো প্রতিনিয়ত পুড়াচ্ছি নিজেকে।

এখন আমি আঁধারেও হাঁটতে থাকি
ঘরে যে বাল্ব নষ্ট তাও জানিনা; ডিমলাইটও জ্বলেনা,
তাতে কি; এই ঘরের প্রতি ইঞ্চি আমারও বেশ চেনা
আঁধারে আজ একা জন্য ভয় করেনা দিব্বি থাকি।

এখন আর ঘুম ভাঙেনা প্রেমময় ঢাকে
রোজ চা এর সাথে বিস্কুট ডুবিয়ে নাস্তাটা শেষ করি,
এখন আমার পোশাকেও আর নেই কোন বাবুগিরি
চাওয়া পাওয়া ভুলে এ শহরে আজ কষ্ট বিক্রি করি।

8 thoughts on “অনেক শিখেছি

  1. সবই চলে যায়; যেভাবে যায়; না বলে যেতে যেতে … না বলে যায়।

    জীবন অপেক্ষা পূর্ণতা।

  2. আপনার কবিতা মানে সরল বাস্তবতা। শুভেচ্ছা নেবেন কবি মোস্তাক ভাই।

  3. ভলেোবাসা রাখলাম লিখাটিতে কবি জুবেরি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. কবিতার প্রচ্ছদে আপনাকে ভালো মানিয়েছে কবি। শুভেচ্ছা………

  5. এখন আমার বাড়ি ফেরার জন্য কোনই তারা নেই, > তাড়া

    তামাক পাতার মতো প্রতিনিয়ত পুড়াচ্ছি নিজেকে। > পোড়াচ্ছি

    এখন আর ঘুম ভাঙেনা প্রেমময় ঢাকে >  ডাকে

    * এভাবে হলে মনে হয় ভালো হবে। সুন্দর হবে। ভালো থাকুন কবি।

    শুভরাত্রি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।