শীতের দাপট

শীত রাজা দলছে বন প্রচন্ড দাপটে।
হিমেল হাওয়া যায় যে চুমি পাতার ললাটে।
মায়াবী আবীরে সাজলো গাছ রঙ্গিন মুকুটে।
বিষন্নতায় আছড়ে পড়ে দৃষ্টির কপাটে ।
স্ফটিকের বাসর সাজে মানসপটে।

7 thoughts on “শীতের দাপট

  1. ছন্দময় সুন্দর উপস্থাপনা।
    কবিকে শুভেচ্ছা জানাই।
    জয়গুরু!

  2. বিষন্নতায় আছড়ে পড়ে দৃষ্টির কপাটে ।
    স্ফটিকের বাসর সাজে মানসপটে।

     

    এভাবেই চলুক আপনার ক্ষুরধার কলমখানি। 
    শ্রদ্ধেয় কবি জানবেন শুভেচ্ছা সতত।

     

  3. বিষন্নতায় আছড়ে পড়ে দৃষ্টির কপাটে ।
    স্ফটিকের বাসর সাজে মানসপটে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।