শীতার্ত

শীতপ্রহরে হিম কুয়াশা নিয়ে,
কাব্য হতে পারে।
কাব্য কথায় শীতার্তের
দুঃখ ঘোচে নারে?

কত মানুষ সম্বলহীন,
নাইকো ভবিষ্যত।
বলতে গেলেই নানান যুক্তি,
নানান মতামত ।

যে মানুষগুলো পথের পাশে
থরথরিয়ে কাপে!
কে জানে শাস্তি পায় কেন,
কার কর্মের অভিশাপে?

সবার ই তো আছে একরকম
মাথার উপর ছাদ।
কারো কারো আরো বেশী ই আছে,
এক কথায় রাজপ্রাসাদ।

ভন্ডামি আর চাটুকারে,
ভরে গেছে দেশ!
সবকিছুতে ই ফাজলামি,
লজ্জার নাই রেশ।

একটি জামা একটি কম্বল,
এতেই কি সমাধান!
ফেসবুকে পোষ্ট, টুইটারে পোষ্ট
দারুণ গুনগান!

এসব ছাড়ো ঝেড়ে কাশো,
মুখোশ খুলে রাখো ।
শীত নাটকের ফটোসেশন
আর দেখতে চাই নাকো।

চলো সবাই এগিয়ে যাই,
দুঃখী মানুষের অভাবে।
শীতার্তের পাশে দাঁড়াই
সরল মনোভাবে।

6 thoughts on “শীতার্ত

  1. চলো সবাই এগিয়ে যাই,
    দুঃখী মানুষের অভাবে।
    শীতার্তের পাশে দাঁড়াই
    সরল মনোভাবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।