পদ্মা নিয়ে গুণীজনেরা
গুন গান করেছেন কত পদ্যে।
সর্বনাশা কৃতীনাশার কত গল্প
ফুটিয়ে তুলেছেন গল্পে।
কত বিরহ কত বেদনা কত অশ্রু
মিশেছে এই জলে।
কত প্রেম কত সুর কত গান
জন্ম নিয়েছে পলে পলে।
বানভাসিরা ভারী করেছে পাড়
ছেড়েছে দীর্ঘ শ্বাস।
বাস্তু ভিটা সব হারিয়ে
ছুটেচলা উদ্ধোশ্বাস।
ভাবতো বসে কূলের নাগাল
কি করে বাগে আনবে।
স্বপ্ন দেখালো পিতা পাখির মত
উপর দিয়ে ই পারাপার হবে।
পিতা পুত্রীর মিলিত স্বপ্নে
খুললো দখিন দুয়ার।
সব বাঁধা উপড়ে ফেললে তুমি
জয় হাসিনা র সরকার।
সাহসিকতার বিজয় গাঁথা
জবাব প্রতি হিংসার।
গৌরব আর সষমতার প্রতীক
স্বাধীন বাংলা র।
পদ্মার বুকে যেনো ফুটেছে শত পদ্ম
নয়নাভিরাম রাতে।
এপার ওপারের মিলনমেলা
রচিত হল ২৫শের প্রাতে।
পদ্মার বুকে যেনো ফুটেছে শত পদ্ম
নয়নাভিরাম রাতে।
এপার ওপারের মিলনমেলা
রচিত হল ২৫শের প্রাতে।
সালাম আজাদ ভাই, কেমন আছেন পোস্টটি সাজিয়ে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আমি দুই দিন চেষ্টা করলাম করতেই পারিনি আপনি শেষ ভরষা
ভালো থাকুন শুভকামনা সব সময়
আপনার উপস্থিতিতে ভীষণ খুশি হয়েছি আপা। জানিনা কেমন আছেন। তারপরও আশা করবো আপনি ভালো থাকবেন।
নিয়মিত ভাবে শব্দনীড়ে আসবেন এবং সবার লিখায় মন্তব্য দিয়ে উৎসাহ জানাবেন এই প্রত্যাশা রইলো। 
পদ্মা সেতু আমাদের গর্ব
আমাদের অহংকার!
শুভ কামনা জানবেন সতত!
স্বাগত ভাই লিটন
শুভকামনা রইলো
স্বাগত ভাই লিটন
আসুন আমরা আমাদের নীড় কে প্রাণবন্ত করে তুলি
শুভকামনা সব সময়