সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম ড্রাইভার বললো,
“একটু ডানে তাকান”।
একজন ত্রিশোর্ধ্ব মহিলা তাকিয়ে ছিলেন।
জানতে চাইলাম,
“কে উনি?”
“কয়েক মাস ধরে যে আপনার সাথে দেখা করতে চেয়েছে।”
পোস্তুন ড্রাইভার জবাব দিলো।
আমার বাঙালি বাবুর্চি খাবার পরিবেশনের সময় বেশ কবার মহিলাটির অনুরোধের কথা জানিয়েছিলো। সে ইউএস প্রবাসী; রহস্যময় কারণে পাকিস্তানে অবস্থান করছিলো। বাবুর্চি ছাড়া আরো কেউ বিষয়টা জানতো ধারণা করিনি।
যে বিশ্বাস নিয়ে তাঁর সাথে দেখা করিনি তখন সেটাকে ভুল মনে হলো।
হয়তো সেই “ভুল মনে হওয়াটা”ও ভুল ছিলো।
কে জানে?!
লিখাটির শেষ আবহ কেন জানি মাথার মধ্যে পেণ্ডুলামের মতো দোল খাচ্ছে। আগে পড়েছি কি পড়ি নাই এই দ্বন্দে। যদি পড়েও থাকি; ক্ষতি নেই, পুনরায় পড়লাম মি. মিড ডে।
বাহ্ চমৎকার , গভীর ভাবনার প্রকাশ